সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ভুলে বাড়িওয়ালার বদলে বিনা দোষে কারাভোগ করা ভাড়াটিয়া তারেক মিয়া জামিন পেয়েছেন।
১০ দিন কারাভোগের পর আজ বুধবার সকালে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিজোয়ানা রশীদ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বলে তাঁর আইনজীবী এস. এম. ফাইজুর রহমান জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের বকেয়া বিলের মামলায় বিনা জামানতে আদালত তারেকের জামিন আবেদন মঞ্জুর করেন।
৫৪ হাজার ৫৪৮ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে পিডিবির সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গত ২৫ জুলাই তারেক মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পরোয়ানা জারি হলে গত ১৬ অক্টোবর পুলিশ তারেক মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অথচ তারেক মিয়া সখীপুর পিডিবির বিদ্যুতের গ্রাহক নন। তাঁর নামে কোনো মিটার বা আবাসিক হিসাব নেই।
মামলায় যে হিসাব নম্বর দেওয়া ছিল, তা ছিল তারেক মিয়ার বাড়িওয়ালা সাইফুল ইসলাম ওরফে তারা মিয়ার। কিন্তু সেখানে নাম দেওয়া হয় ভাড়াটিয়া তারেক মিয়ার।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল আদালত এলাকায় তারেকের বাবা নুরু মিয়া, বোন জামাতা মনির হোসেন ও প্রতিবেশী ইলিয়াস কাশেম জেলখানা থেকে তারেকের ছাড়া পাওয়ার অপেক্ষা করছেন। এ বিষয়ে প্রতিবেশী ইলিয়াস কাশেম বলেন, ‘কাগজপত্র ঠিক হলে সন্ধ্যার আগেই তারেক জেলখানা থেকে বেরিয়ে আসবে বলে আমরা ধারণা করছি।’
তাঁর মা নাছিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মাডা ফিরা আইছে বাবা। এই কয়দিন আমার আত্মাডা আমার কাছে আছালনা, বুকটা খালি শুকাইয়া যাইতো, বারবার পানি খাইছি আর পুলাডার জন্যি চিন্তা করছি, কহন আমার পুলাডা আমার ঘরে ফিরা আইবো! আইজক্যা পুলাডার জামিনের খবর হুইনা প্রাণ ভইরা নিশ্বাস নিছি।’

টাঙ্গাইলের সখীপুরে বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ভুলে বাড়িওয়ালার বদলে বিনা দোষে কারাভোগ করা ভাড়াটিয়া তারেক মিয়া জামিন পেয়েছেন।
১০ দিন কারাভোগের পর আজ বুধবার সকালে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিজোয়ানা রশীদ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বলে তাঁর আইনজীবী এস. এম. ফাইজুর রহমান জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের বকেয়া বিলের মামলায় বিনা জামানতে আদালত তারেকের জামিন আবেদন মঞ্জুর করেন।
৫৪ হাজার ৫৪৮ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে পিডিবির সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গত ২৫ জুলাই তারেক মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পরোয়ানা জারি হলে গত ১৬ অক্টোবর পুলিশ তারেক মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অথচ তারেক মিয়া সখীপুর পিডিবির বিদ্যুতের গ্রাহক নন। তাঁর নামে কোনো মিটার বা আবাসিক হিসাব নেই।
মামলায় যে হিসাব নম্বর দেওয়া ছিল, তা ছিল তারেক মিয়ার বাড়িওয়ালা সাইফুল ইসলাম ওরফে তারা মিয়ার। কিন্তু সেখানে নাম দেওয়া হয় ভাড়াটিয়া তারেক মিয়ার।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল আদালত এলাকায় তারেকের বাবা নুরু মিয়া, বোন জামাতা মনির হোসেন ও প্রতিবেশী ইলিয়াস কাশেম জেলখানা থেকে তারেকের ছাড়া পাওয়ার অপেক্ষা করছেন। এ বিষয়ে প্রতিবেশী ইলিয়াস কাশেম বলেন, ‘কাগজপত্র ঠিক হলে সন্ধ্যার আগেই তারেক জেলখানা থেকে বেরিয়ে আসবে বলে আমরা ধারণা করছি।’
তাঁর মা নাছিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মাডা ফিরা আইছে বাবা। এই কয়দিন আমার আত্মাডা আমার কাছে আছালনা, বুকটা খালি শুকাইয়া যাইতো, বারবার পানি খাইছি আর পুলাডার জন্যি চিন্তা করছি, কহন আমার পুলাডা আমার ঘরে ফিরা আইবো! আইজক্যা পুলাডার জামিনের খবর হুইনা প্রাণ ভইরা নিশ্বাস নিছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে