নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় ঈদের জামাতকে কেন্দ্র করে নাশকতা বা হামলার মতো কোনো হুমকি নেই। তবে অতীতের হামলা ও নাশকতার ঘটনাগুলো আমলে নিয়ে প্রস্তুতি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ঈদের জামাতে কোনো নাশকতা বা হামলার হুমকি নেই। তবে শোলাকিয়া ঈদগাহে অতীতের দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
ঢাকার প্রতিটি ঈদের জামাতের নিরাপত্তা ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘মুসল্লিরা কোনো শঙ্কা ছাড়া ঈদের নামাজ আদায় করতে পারবেন, এ বিষয়ে তাঁদের নিশ্চিন্ত করছি। সিটিটিসির ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো মাঠ সুইপিং করা হয়েছে, যা ঈদের সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। পুরো এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা পাহারায় থাকবেন, যাতে ঈদগাহ মাঠে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে। ঈদের দিন সিটিটিসির সোয়াট টিম আশপাশে থাকবে, যাতে যেকোনো পরিস্থিতিতে তারা সঙ্গে সঙ্গে রেসপন্স করতে পারে।’
ডিএমপি কমিশনার গোলাম ফারুক আরও বলেন, ‘জাতীয় ঈদগাহ মাঠে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। পুরো মাঠ সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। জাতীয় ঈদগাহে আসা প্রত্যেককে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। এ জন্য যাতে সবাই একটু সময় নিয়ে মাঠে আসেন। মাঠে জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু সঙ্গে আনবেন না। কোনো দাহ্য পদার্থ আনা যাবে না।’
জাতীয় ঈদগা মাঠে ভিআইপি যাঁরা আসবেন, তাঁদের জন্য স্পেশাল নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি ফায়ার ব্রিগেড থাকবে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
উল্লেখ্য, জাতীয় ঈদগাহ মাঠে ঢাকার সব থেকে অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। এখানে নামাজ আদায় করেন রাষ্ট্রপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এবার প্রায় ৩৫ হাজার লোক একসঙ্গে এখানে নামাজ আদায় করবেন।

ঢাকায় ঈদের জামাতকে কেন্দ্র করে নাশকতা বা হামলার মতো কোনো হুমকি নেই। তবে অতীতের হামলা ও নাশকতার ঘটনাগুলো আমলে নিয়ে প্রস্তুতি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ঈদের জামাতে কোনো নাশকতা বা হামলার হুমকি নেই। তবে শোলাকিয়া ঈদগাহে অতীতের দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
ঢাকার প্রতিটি ঈদের জামাতের নিরাপত্তা ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘মুসল্লিরা কোনো শঙ্কা ছাড়া ঈদের নামাজ আদায় করতে পারবেন, এ বিষয়ে তাঁদের নিশ্চিন্ত করছি। সিটিটিসির ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো মাঠ সুইপিং করা হয়েছে, যা ঈদের সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। পুরো এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা পাহারায় থাকবেন, যাতে ঈদগাহ মাঠে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে। ঈদের দিন সিটিটিসির সোয়াট টিম আশপাশে থাকবে, যাতে যেকোনো পরিস্থিতিতে তারা সঙ্গে সঙ্গে রেসপন্স করতে পারে।’
ডিএমপি কমিশনার গোলাম ফারুক আরও বলেন, ‘জাতীয় ঈদগাহ মাঠে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। পুরো মাঠ সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। জাতীয় ঈদগাহে আসা প্রত্যেককে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। এ জন্য যাতে সবাই একটু সময় নিয়ে মাঠে আসেন। মাঠে জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু সঙ্গে আনবেন না। কোনো দাহ্য পদার্থ আনা যাবে না।’
জাতীয় ঈদগা মাঠে ভিআইপি যাঁরা আসবেন, তাঁদের জন্য স্পেশাল নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি ফায়ার ব্রিগেড থাকবে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
উল্লেখ্য, জাতীয় ঈদগাহ মাঠে ঢাকার সব থেকে অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। এখানে নামাজ আদায় করেন রাষ্ট্রপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এবার প্রায় ৩৫ হাজার লোক একসঙ্গে এখানে নামাজ আদায় করবেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে