নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যালামনাই মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ সোমবার বিকেল ৪টায় বুয়েট শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. আইনুন নিশাত। এতে মহাসচিব প্রকৌশলী মাহতাব উদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক ও ট্রেজারার প্রফেসর ড. এ কে এম মাসুদ, বোর্ড অব ট্রাস্টির সদস্যরা, সিনিয়র প্রকৌশলী, স্থপতি, পরিকল্পনাবিদ ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, গত বুধবার (২৭ আগস্ট) ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে অমানবিক হামলা চালিয়েছে পুলিশ। এতে বহু মেধাবী শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, প্রকৌশল পেশার মর্যাদা ও স্বকীয়তা রক্ষায় শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য। অ্যালামনাই হিসেবে তাঁদের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন নেতারা। অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে হলে দেশের মেধাবী প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করা জরুরি।’
উল্লেখ্য, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা গত মঙ্গলবার রাজধানীর শাহবাগে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। বুধবার তাঁরা শাহবাগ মোড় অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। লাঠিপেটায় আহত হন অনেক শিক্ষার্থী।
বুধবার রাতেই এক সংবাদ সম্মেলনে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়। বুয়েটে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে বৃহস্পতিবার শুধু পরীক্ষা হয়। সেদিন বুয়েটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেন। এই ধারায় শনি, রবি ও সোমবার শাটডাউন কর্মসূচি পালন করেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবিগুলো ছিল নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা, দশম গ্রেডে বর্তমানে কেবল ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন—সেখানে উচ্চ ডিগ্রিধারীরাও যেন আবেদন করতে পারেন, সেই ব্যবস্থা করা এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ লিখতে পারেন, তা নিশ্চিত করা।

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যালামনাই মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ সোমবার বিকেল ৪টায় বুয়েট শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. আইনুন নিশাত। এতে মহাসচিব প্রকৌশলী মাহতাব উদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক ও ট্রেজারার প্রফেসর ড. এ কে এম মাসুদ, বোর্ড অব ট্রাস্টির সদস্যরা, সিনিয়র প্রকৌশলী, স্থপতি, পরিকল্পনাবিদ ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, গত বুধবার (২৭ আগস্ট) ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে অমানবিক হামলা চালিয়েছে পুলিশ। এতে বহু মেধাবী শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, প্রকৌশল পেশার মর্যাদা ও স্বকীয়তা রক্ষায় শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য। অ্যালামনাই হিসেবে তাঁদের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন নেতারা। অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে হলে দেশের মেধাবী প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করা জরুরি।’
উল্লেখ্য, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা গত মঙ্গলবার রাজধানীর শাহবাগে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। বুধবার তাঁরা শাহবাগ মোড় অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। লাঠিপেটায় আহত হন অনেক শিক্ষার্থী।
বুধবার রাতেই এক সংবাদ সম্মেলনে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়। বুয়েটে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে বৃহস্পতিবার শুধু পরীক্ষা হয়। সেদিন বুয়েটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেন। এই ধারায় শনি, রবি ও সোমবার শাটডাউন কর্মসূচি পালন করেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবিগুলো ছিল নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা, দশম গ্রেডে বর্তমানে কেবল ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন—সেখানে উচ্চ ডিগ্রিধারীরাও যেন আবেদন করতে পারেন, সেই ব্যবস্থা করা এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ লিখতে পারেন, তা নিশ্চিত করা।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে