Ajker Patrika

দেশের মানুষ এখন পেট পুরে শান্তিতে খায়: কৃষিমন্ত্রী

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
দেশের মানুষ এখন পেট পুরে শান্তিতে খায়: কৃষিমন্ত্রী

প্রতিবছর উত্তরবঙ্গের মঙ্গাতে মানুষ ৩-৪ দিন পর্যন্ত না খেয়ে থাকত, না খেয়ে অনেক মানুষ মারাও যেত। তবে দেশ এখন কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। মানুষ এখন পেট পুরে শান্তিতে খায়। আজ বুধবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের চাল বিতরণকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকারের কৃষি উন্নয়ন ও ব্যাপক খাদ্য সহায়তার ফলে দেশে খাওয়ার কষ্ট নেই, মঙ্গা নেই। ঈদে একটি মানুষও যেন খাদ্যের কষ্ট না করে, এ জন্য তিনি উপহার পাঠিয়েছেন। শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবাসেন, মানুষের কল্যাণে নিয়োজিত আছেন।’ 

বিএনপির উদ্দেশে আব্দুর রাজ্জাক বলেন, তাদের আমলে দেশে সার পাওয়া যেত না। চালের দাম বেশি ছিল, মানুষ চাল কিনতে পারত না। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। ক্ষমতায় যেতে চাইলে আন্দোলন নয়, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ান। 

অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, পৌর মেয়র মনিরুজ্জামান বকলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত