
রাজধানীর উত্তরা থেকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়ি থেকে তাদের রোববার (৩ নভেম্বর) দিবাগত গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্প ও উত্তরা পশ্চিম থানা–পুলিশ অংশ নেয়।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে নগদ ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়।
দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় আমরা তল্লাশি চালিয়েছিল। এখান থেকে কোটির বেশি টাকা, আইফোন ও বিভিন্ন ব্রান্ডের দামি ঘড়ি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম ও এসআই আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ৩৩ নম্বর বাড়িটির চার, পাঁচ ও ছয় তলায় তল্লাশি চালিয়ে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের বাড়ি গাজীপুর সদরে। তিনি ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৬ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
২০ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২২ মিনিট আগে