
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে। আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের সময় এ কথা জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
ইমাম হোসেন বলেন, রূপগঞ্জে আগুনের ঘটনায় ডিএনএ টেস্টের মাধ্যমে ৪৫টি লাশের পরিচয় শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৪টি মরদেহ আজ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। শনাক্ত হওয়া বাকি ২১ জনরে মরদেহ আগামী শনিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন অন্য হাসপাতালের মর্গে রাখা হলেও শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে এনে তারপর এখান থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সিআইডির অতিরিক্ত ডিআইজি বলেন, টেকনিক্যাল কারণে বাকি তিনটি লাশের পরিচয় শনাক্ত করা এখনও হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব বাকি তিনটি লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আসামি জামিনে রয়েছেন এতে ঘটনা তদন্তে কোন ব্যাঘাত ঘটবে কিনা এমন প্রশ্নের জবাবে সিআইডির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জামিনের বিষয়টি সম্পূর্ণ বিচারবিভাগীয় এখতিয়ার। তবে এখানে আমরা আমাদের কাজ করে যাচ্ছি।
আগুন লাগার কারণ কী তা আমরা তদন্তে খুঁজে পেয়েছি। বৈদ্যুতিক উৎস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা তদন্তে পেয়েছি। খুব দ্রুত আমরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি। এ ঘটনায় কারও অবহেলা ছিল কিনা তা তদন্তে আরও সময় লাগবে।
এদিকে নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম মাহফুজুর রহমান বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৪টি লাশের জন্যই পরিবারের কাছে দাফন-কাফন এর জন্য ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে।
যাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে, মো. আয়াত হোসেন, মো. নাঈম ইসলাম, নুসরাত জাহান টুকটুকি, হিমা আক্তার, মোসা. সাগরিকা শায়লা, খাদেজা আক্তার, মোহাম্মদ আলী, তাকিয়া আক্তার, মোসা. শাহানা আক্তার, মোসা. মিতু আক্তার, জাহানারা, মোসা. ফারজানা, মোসা. ফাতেমা আক্তার, মোসা. নাজমা খাতুন, ইসরাত জাহান তুলি, মোসা. নাজমা বেগম, মো. রাশেদ, মো. রাকিব হোসেন, ফিরোজা, মো. তারেক জিয়া, মো. রিপন মিয়া, মোসা. শাহানা আক্তার, মো. মুন্না ও রিয়া আক্তার।

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২৯ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে