গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩২ পরীক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের আওতায় ১৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসার ও হল পরিদর্শকেরা বাদী হয়েছেন। আজ শনিবার দিনভর গোপালগঞ্জ থানায় এসব মামলা রুজুর পর বিকেলে আটককৃত ৩১ পরীক্ষার্থীকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার গোপালগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন ওই সব পরীক্ষার্থীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়। আটককৃত ৩১ জনের মধ্যে ১২ জন নারী ও বাকিরা পুরুষ পরীক্ষার্থী।
জানা যায়, পরীক্ষা শুরুর পরপরই প্রথমে সরকারি বঙ্গবন্ধু কলেজ কেন্দ্রের একটি কক্ষে মোবাইল-ম্যাসেজ দেখে উত্তরপত্রে উত্তর দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতেনাতে এক নারী পরীক্ষার্থীকে আটক করেন। এরপর একে একে বিভিন্ন কেন্দ্র থেকে একই অপরাধে আরও ৩০ পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত প্রত্যেকের মোবাইল ফোনেই প্রশ্নপত্রের উত্তর-সংবলিত ম্যাসেজ পাওয়া যায়। এ ছাড়াও এক পরীক্ষার্থী নিজেকে বাঁচাতে প্রবেশপত্র ও উত্তরপত্র জমা না দিয়ে ফেলে রেখে হল থেকে পালিয়ে যান।
শনিবার বিকেলে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসিরউদ্দীন জানিয়েছেন, আটককৃতরা নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছে। তাঁদের প্রত্যেকের মোবাইলেই ওই পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর-সংবলিত ম্যাসেজ পাওয়া গেছে। তাঁদের মোবাইল ফোন ও পরীক্ষার খাতা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের আওতায় মামলা দায়েরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩২ পরীক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের আওতায় ১৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসার ও হল পরিদর্শকেরা বাদী হয়েছেন। আজ শনিবার দিনভর গোপালগঞ্জ থানায় এসব মামলা রুজুর পর বিকেলে আটককৃত ৩১ পরীক্ষার্থীকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার গোপালগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন ওই সব পরীক্ষার্থীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়। আটককৃত ৩১ জনের মধ্যে ১২ জন নারী ও বাকিরা পুরুষ পরীক্ষার্থী।
জানা যায়, পরীক্ষা শুরুর পরপরই প্রথমে সরকারি বঙ্গবন্ধু কলেজ কেন্দ্রের একটি কক্ষে মোবাইল-ম্যাসেজ দেখে উত্তরপত্রে উত্তর দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতেনাতে এক নারী পরীক্ষার্থীকে আটক করেন। এরপর একে একে বিভিন্ন কেন্দ্র থেকে একই অপরাধে আরও ৩০ পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত প্রত্যেকের মোবাইল ফোনেই প্রশ্নপত্রের উত্তর-সংবলিত ম্যাসেজ পাওয়া যায়। এ ছাড়াও এক পরীক্ষার্থী নিজেকে বাঁচাতে প্রবেশপত্র ও উত্তরপত্র জমা না দিয়ে ফেলে রেখে হল থেকে পালিয়ে যান।
শনিবার বিকেলে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসিরউদ্দীন জানিয়েছেন, আটককৃতরা নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছে। তাঁদের প্রত্যেকের মোবাইলেই ওই পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর-সংবলিত ম্যাসেজ পাওয়া গেছে। তাঁদের মোবাইল ফোন ও পরীক্ষার খাতা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের আওতায় মামলা দায়েরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে