নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন হাসনা হেনা ও মেহেদী হাসান। তাঁদের মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে হাসনা হেনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের জরুরী বিভাগের চিকিৎসক শিমুল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
শিমুল চক্রবর্তী বলেন, ‘সন্ধ্যার পর হাসনা হেনাকে নিয়ে আসেন পথচারীরা। তার দুই পা ভাঙ্গা ছিল, মাথা থেতলে গেছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। লাশ তার স্বামী গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। কয়েক মাস আগে তাদের বিয়ে হয়। তার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ। স্বামীর বাড়ি যশোর।’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর একজন নারী ও একজন পুরুষ ভবন থেকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের দ্রুত মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেন। স্বজনেরা লাশ নিয়ে গেছেন। আহত মেহেদী হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে ক্যাবল বা তার বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে যান ওই নারী। আনুমানিক ৯ তলা থেকে তিনি নিচে পড়ে যান।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৭ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ তলা ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযানে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরে উঠেছি। প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়েছে। আমরা ১১,১২ ও ১৩ তলায় আটজনকে পেয়েছি। বাকি তলায় কাউকে পাওয়া যায়নি। ধোঁয়ায় তাদের শ্বাস কষ্ট হচ্ছিল। তাদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ধারণা আর কেউ ভেতরে আটকা নেই।’

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন হাসনা হেনা ও মেহেদী হাসান। তাঁদের মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে হাসনা হেনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের জরুরী বিভাগের চিকিৎসক শিমুল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
শিমুল চক্রবর্তী বলেন, ‘সন্ধ্যার পর হাসনা হেনাকে নিয়ে আসেন পথচারীরা। তার দুই পা ভাঙ্গা ছিল, মাথা থেতলে গেছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। লাশ তার স্বামী গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। কয়েক মাস আগে তাদের বিয়ে হয়। তার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ। স্বামীর বাড়ি যশোর।’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর একজন নারী ও একজন পুরুষ ভবন থেকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের দ্রুত মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেন। স্বজনেরা লাশ নিয়ে গেছেন। আহত মেহেদী হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে ক্যাবল বা তার বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে যান ওই নারী। আনুমানিক ৯ তলা থেকে তিনি নিচে পড়ে যান।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৭ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ তলা ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযানে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরে উঠেছি। প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়েছে। আমরা ১১,১২ ও ১৩ তলায় আটজনকে পেয়েছি। বাকি তলায় কাউকে পাওয়া যায়নি। ধোঁয়ায় তাদের শ্বাস কষ্ট হচ্ছিল। তাদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ধারণা আর কেউ ভেতরে আটকা নেই।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে