সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে কয়েক দিন ধরে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক পার হচ্ছে শত শত যাত্রী ও পথচারী। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, পারাপারের জন্য বিভাজকের একটি অংশ খোলা থাকলেও কয়েক দিন ধরে এটি বন্ধ করে রেখেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দূরপাল্লার যানবাহনগুলো সড়কের মধ্যে যাত্রী নামিয়ে দেয়। ফলে নিরুপায় হয়ে বিভাজক অতিক্রম করছে তারা।
গতকাল রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সওজ কার্যালয়ের সামনে গিয়ে এমন চিত্রই দেখা যায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দূরপাল্লার যানবাহনগুলোর সরাসরি ঢাকায় যাওয়া নিশ্চিত করতে কয়েক মাস আগে চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েত প্লাজা এলাকা পর্যন্ত বিভাজক দিয়ে দুই লেন করা হয়। সেই সঙ্গে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য আরও দুই লেন রাখা হয়। এত দিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সওজ কার্যালয়ের সামনে কিছুটা স্থান ফাঁকা রাখা ছিল; সেখানে দূরপাল্লার যানবাহনগুলো শিমরাইল মোড়ের যাত্রীদের নামিয়ে দিত। কিন্তু প্রায় ১০ দিন ধরে তা বন্ধ করে রেখেছে সওজ কর্তৃপক্ষ। কিন্তু দূরপাল্লার যানবাহনগুলো এখনো সেই স্থানেই যাত্রী নামিয়ে দিচ্ছে।
আলেয়া নামের আরেক যাত্রী বলেন, ‘এত উঁচু ডিভাইডার পার হওয়া আমাদের জন্য অনেক কষ্টের।’
সাত্তার নামের এক বাসচালক বলেন, ‘আমরা তো আগে থেকেই এই লেনে চলাচল করে আসছি। সব সময় যাত্রীদের ডিভাইডারের গেটের সামনে নামিয়ে দিই।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দিন বলেন, ‘এভাবে পারাপারের ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এরই মধ্যে বিষয়টি সওজকে জানিয়েছি।’
জানতে চাইলে সওজ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, মূলত বিভাজকের মধ্যে ফাঁকা স্থান রাখা হয়েছিল গুরুত্বপূর্ণ যানবাহন চলাচলের জন্য। কিন্তু পরে সেখানে বিভিন্ন দূরপাল্লার যানবাহনের যাত্রী নামানোর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই স্থানটি বন্ধ করে দেওয়া হয়েছে। শিমরাইল মোড়ের পুরো অংশটি বন্ধ করে দেওয়া হবে, যেন সড়কের মধ্যে বাসচালকেরা যাত্রী নামাতে না পারেন। আর যাত্রী ওঠা-নামা করার জন্য ‘দুই লেনের’ সার্ভিস লেন করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে কয়েক দিন ধরে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক পার হচ্ছে শত শত যাত্রী ও পথচারী। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, পারাপারের জন্য বিভাজকের একটি অংশ খোলা থাকলেও কয়েক দিন ধরে এটি বন্ধ করে রেখেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দূরপাল্লার যানবাহনগুলো সড়কের মধ্যে যাত্রী নামিয়ে দেয়। ফলে নিরুপায় হয়ে বিভাজক অতিক্রম করছে তারা।
গতকাল রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সওজ কার্যালয়ের সামনে গিয়ে এমন চিত্রই দেখা যায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দূরপাল্লার যানবাহনগুলোর সরাসরি ঢাকায় যাওয়া নিশ্চিত করতে কয়েক মাস আগে চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েত প্লাজা এলাকা পর্যন্ত বিভাজক দিয়ে দুই লেন করা হয়। সেই সঙ্গে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য আরও দুই লেন রাখা হয়। এত দিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সওজ কার্যালয়ের সামনে কিছুটা স্থান ফাঁকা রাখা ছিল; সেখানে দূরপাল্লার যানবাহনগুলো শিমরাইল মোড়ের যাত্রীদের নামিয়ে দিত। কিন্তু প্রায় ১০ দিন ধরে তা বন্ধ করে রেখেছে সওজ কর্তৃপক্ষ। কিন্তু দূরপাল্লার যানবাহনগুলো এখনো সেই স্থানেই যাত্রী নামিয়ে দিচ্ছে।
আলেয়া নামের আরেক যাত্রী বলেন, ‘এত উঁচু ডিভাইডার পার হওয়া আমাদের জন্য অনেক কষ্টের।’
সাত্তার নামের এক বাসচালক বলেন, ‘আমরা তো আগে থেকেই এই লেনে চলাচল করে আসছি। সব সময় যাত্রীদের ডিভাইডারের গেটের সামনে নামিয়ে দিই।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দিন বলেন, ‘এভাবে পারাপারের ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এরই মধ্যে বিষয়টি সওজকে জানিয়েছি।’
জানতে চাইলে সওজ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, মূলত বিভাজকের মধ্যে ফাঁকা স্থান রাখা হয়েছিল গুরুত্বপূর্ণ যানবাহন চলাচলের জন্য। কিন্তু পরে সেখানে বিভিন্ন দূরপাল্লার যানবাহনের যাত্রী নামানোর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই স্থানটি বন্ধ করে দেওয়া হয়েছে। শিমরাইল মোড়ের পুরো অংশটি বন্ধ করে দেওয়া হবে, যেন সড়কের মধ্যে বাসচালকেরা যাত্রী নামাতে না পারেন। আর যাত্রী ওঠা-নামা করার জন্য ‘দুই লেনের’ সার্ভিস লেন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১২ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে