নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় অটোরিকশাচালক হাফিজুল শিকদারের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।
আরও যাদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে—সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিচারপতি আবুল হোসেন শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।
আজ সোমবার কারাগার থেকে সাতজনকে আদালতে হাজির করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রী নিতে অপেক্ষা করছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উদ্দেশ্যে আসামিদের ছোড়া গুলি হাফিজুলের বাম পাঁজরে লেগে ডান দিক দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গত ২১ আগস্ট তার পরিবার বাড্ডা থানায় মামলা করে।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আসামিদের বিভিন্ন সময়ে ও তারিখে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। পর্যায়ক্রমে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় অটোরিকশাচালক হাফিজুল শিকদারের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।
আরও যাদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে—সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিচারপতি আবুল হোসেন শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।
আজ সোমবার কারাগার থেকে সাতজনকে আদালতে হাজির করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রী নিতে অপেক্ষা করছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উদ্দেশ্যে আসামিদের ছোড়া গুলি হাফিজুলের বাম পাঁজরে লেগে ডান দিক দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গত ২১ আগস্ট তার পরিবার বাড্ডা থানায় মামলা করে।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আসামিদের বিভিন্ন সময়ে ও তারিখে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। পর্যায়ক্রমে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে দেওয়া হয়।
আওয়ামী লীগ আমলে ২০১০ সালের ডিসেম্বরে টেন্ডার ছাড়াই সরাসরি ৫৩টি তেলবাহী জাহাজকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বহরে যুক্ত করা হয়। চিঠি দিয়ে এক আদেশের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত তিন জ্বালানি তেল কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনায় তেল পরিবহনের কাজে অন্তর্ভুক্ত করা হয় সেগুলোকে। এসব জাহাজ আওয়ামী লীগের...
৩ ঘণ্টা আগেধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির সামান্য অংশই এখন দাঁড়িয়ে আছে। খননের কাজে ব্যবহৃত বিশাল এক্সকাভেটর ও হাতুড়ি-শাবলের ঘায়ে ভবনটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকাল শুক্রবারও নিম্ন আয়ের কিছু মানুষ কংক্রিটের স্তূপ থেকে নিয়ে যাচ্ছিলেন রড, ভাঙা গ্রিলসহ লোহালক্কড়, ইট ও কাঠের অংশ...
৩ ঘণ্টা আগেগাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় হামলা ও ভাঙচুর চালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে অন্তত ২০ জন আহত হয়েছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ফ্যাসিস্ট ইস্যু, বহিরাগতদের হুমকি, নিরাপত্তাহীনতাসহ নানা কারণে আইনজীবীদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এতে নির্বাচন স্থগিত করা হয়। এর মধ্য দিয়ে সমিতির ১৩২ বছরের ইতিহাসে...
৪ ঘণ্টা আগে