Ajker Patrika

ডিম-মুরগির কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তার পকেট কাটা হচ্ছে: বিপিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২২
ডিম-মুরগির কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তার পকেট কাটা হচ্ছে: বিপিএ

করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগির কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের পকেট কাটছে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির তথ্য বলছে, করপোরেট গ্রুপগুলো খেয়ালখুশিমতো বিভিন্ন সময় ডিম, মুরগি, পোলট্রি ফিড ও বাচ্চার দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়াচ্ছে। এর মাধ্যমে বাজারে ডিম-মুরগির বাড়তি দাম জায়েজ করার চেষ্টা করছে।

বিপিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ আগস্ট একটি ব্রয়লার মুরগির বাচ্চার উৎপাদন খরচ ছিল ২৮-৩০ টাকা। আর বিক্রয় দাম ছিল ৩৫ টাকা। কালার বার্ড সোনালি মুরগির বাচ্চার উৎপাদন খরচ ২০-২২ টাকা। বিক্রি হয়েছিল ৩০-৩২ টাকায়। ডিমের লেয়ার বাচ্চা উৎপাদন খরচ ২০-২৫, বিক্রি হয় ৪৫-৫০ টাকায়।

কী এমন উৎপাদন খরচ বাড়ল যে ২০ দিনের ব্যবধানে আজ ১৩ সেপ্টেম্বরে কোনো কারণ ছাড়াই সেই বাচ্চা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়, কালার বার্ড সোনালি মুরগির বাচ্চা ৫০-৫৫ টাকা, আর লেয়ার মুরগির বাচ্চা ৬৫-৭০ টাকায়।

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, কেন কয়েক দিন পরপর ডিম-মুরগির দাম বাড়ে, এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। আগে করপোরেট গ্রুপ ফিড ও বাচ্চা উৎপাদন করত। তখন কোনো অস্থিরতা ছিল না। কিন্তু ২০২০ সালের করোনা মহামারির পর থেকে করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগি উৎপাদন শুরু করে। এরপর থেকেই বাজার অস্থিরতা শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত