
গ্রামের দুই যুবকসহ তিনজনকে ‘ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা’র প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদীবাগ এলাকার, সোনারগাঁয়ের বস্তল এশিয়ান হাইওয়ে সড়কে এ বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় বিক্ষোভকারীরা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় তালতলা তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ পিয়াল সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।
আন্দোলনরত এলাকাবাসী বলেন, বস্তল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ও হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম লেগুনা চালাতেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী এলাকায় কারখানার শ্রমিকদের নিয়ে আসার জন্য বাড়ি থেকে লেগুনা নিয়ে বের হন তাঁরা। পরে স্বজনেরা খবর পান তাঁদের ‘ডাকাত’ আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ সময় ছেলে হত্যার বিচার চাইতে এসে নিহত জহিরুল ইসলামের বাবা হাবিবুর রহমান বলেন, ‘আমার ছেলে ভোর ৪টায় গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারি তাকে ইলমদী এলাকায় মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি করছি।’
নিহত মফিজুলের আত্মীয় আসাদ মিয়া বলেন, দুজন যুবককে অপহরণের পর মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এ অঞ্চলে তাদের কোনো খারাপ রেকর্ড নেই। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান তিনি।
নিহত নবী হোসেনের বাবা মোসলেম মিয়ার অভিযোগ, ‘আড়াইহাজার এলাকার মফিজের সঙ্গে শত্রুতার কারণে তিনজনকে ডাকাত বলে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলেই বিষয়টি বেরিয়ে আসবে।’
এ বিষয়ে তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ আবু সাইদ পিয়াল বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য উদ্ঘাটন করা হবে।’
এ ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘ইলমদী এলাকায় ডাকাত সন্দেহে তিনজনকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদ্ঘাটন করা হবে।’
প্রসঙ্গত, গতকাল এ ঘটনায় পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতির চেষ্টাকালে তাঁদের আটক করে স্থানীয়রা। পরে তাঁদের পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সকাল ৯টায় আড়াইহাজার থানার পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং আরেকজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

গ্রামের দুই যুবকসহ তিনজনকে ‘ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা’র প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদীবাগ এলাকার, সোনারগাঁয়ের বস্তল এশিয়ান হাইওয়ে সড়কে এ বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় বিক্ষোভকারীরা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় তালতলা তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ পিয়াল সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।
আন্দোলনরত এলাকাবাসী বলেন, বস্তল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ও হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম লেগুনা চালাতেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী এলাকায় কারখানার শ্রমিকদের নিয়ে আসার জন্য বাড়ি থেকে লেগুনা নিয়ে বের হন তাঁরা। পরে স্বজনেরা খবর পান তাঁদের ‘ডাকাত’ আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ সময় ছেলে হত্যার বিচার চাইতে এসে নিহত জহিরুল ইসলামের বাবা হাবিবুর রহমান বলেন, ‘আমার ছেলে ভোর ৪টায় গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারি তাকে ইলমদী এলাকায় মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি করছি।’
নিহত মফিজুলের আত্মীয় আসাদ মিয়া বলেন, দুজন যুবককে অপহরণের পর মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এ অঞ্চলে তাদের কোনো খারাপ রেকর্ড নেই। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান তিনি।
নিহত নবী হোসেনের বাবা মোসলেম মিয়ার অভিযোগ, ‘আড়াইহাজার এলাকার মফিজের সঙ্গে শত্রুতার কারণে তিনজনকে ডাকাত বলে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলেই বিষয়টি বেরিয়ে আসবে।’
এ বিষয়ে তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ আবু সাইদ পিয়াল বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য উদ্ঘাটন করা হবে।’
এ ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘ইলমদী এলাকায় ডাকাত সন্দেহে তিনজনকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদ্ঘাটন করা হবে।’
প্রসঙ্গত, গতকাল এ ঘটনায় পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতির চেষ্টাকালে তাঁদের আটক করে স্থানীয়রা। পরে তাঁদের পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সকাল ৯টায় আড়াইহাজার থানার পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং আরেকজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে