নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতি লাখে মাসিক দেড় হাজার টাকা লাভ দেওয়ার প্রলোভনে প্রায় ১ হাজার ১০০ মানুষের কাছ থেকে শতকোটি টাকা আত্মসাৎ করা দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেড নামে একটি কোম্পানি খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিল গ্রেপ্তার মো. মনির আহমেদ (৫১) ও মো. সাইফুল ইসলাম।
আজ রোববার রাজধানীর গুলশান এলাকা থেকে এই দুই প্রতারককে গ্রেপ্তারের পর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধিক লাভের প্রলোভনে আহমদিয়া ফাইন্যান্সে গ্রাহকেরা টাকা জমা রাখার পর কয়েক মাস পর্যন্ত নিয়মিত লভ্যাংশ পেত। পরে প্রতারকেরা টালবাহানা করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠান বন্ধ করে উধাও হয়ে যায়।
লাভের আশায় রাখা গ্রাহকদের সঞ্চয়ের টাকা এই প্রতারণা চক্র আহমদিয়া অ্যাপার্টমেন্ট অ্যান্ড বিল্ডার্স এবং ইউরোস্টার হোম অ্যাপ্লায়েন্স কোম্পানিতে সরিয়ে নেয়। এই ঘটনায় ডিএমপির কাফরুল থানায় একটি প্রতারণার মামলা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ মামলাটি অধিগ্রহণ করে প্রতারকদের শনাক্ত করে গ্রেপ্তার করে।
এদিকে দুই প্রতারককে গ্রেপ্তারের খবর পেয়ে প্রতারিত সঞ্চয়কারীদের মধ্যে প্রায় শতাধিক ব্যক্তি ডিবি কার্যালয়ের সামনে আসেন। তাদের একজন মো. জলিল পেশায় তৈরি পোশাক কারখানার শ্রমিক। তিনি বলেন, ‘দুই দফায় দেড় লাখ টাকা সঞ্চয় রেখেছিলাম এই কোম্পানিতে। কিন্তু লাভের টাকা পেয়ে মূল টাকা চাইতে গেলে তারা আমাকে হুমকি-ধমকি দিয়ে ঘাড় ধরে বের করে দেয়। আমার দুইটা মেয়ে অসুস্থ, তাদের চিকিৎসা করাতে পারছিলাম না। উপায় না পেয়ে তাদের কাছে মেয়ের চিকিৎসা করানোর জন্য ৩০ হাজার টাকা চেয়েছিলাম হাতে-পায়ে ধরে। তবু তাদের মন গলে নাই। চিকিৎসার অভাবে আমার একটা মেয়ে মারাই গেছে।’

প্রতি লাখে মাসিক দেড় হাজার টাকা লাভ দেওয়ার প্রলোভনে প্রায় ১ হাজার ১০০ মানুষের কাছ থেকে শতকোটি টাকা আত্মসাৎ করা দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেড নামে একটি কোম্পানি খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিল গ্রেপ্তার মো. মনির আহমেদ (৫১) ও মো. সাইফুল ইসলাম।
আজ রোববার রাজধানীর গুলশান এলাকা থেকে এই দুই প্রতারককে গ্রেপ্তারের পর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধিক লাভের প্রলোভনে আহমদিয়া ফাইন্যান্সে গ্রাহকেরা টাকা জমা রাখার পর কয়েক মাস পর্যন্ত নিয়মিত লভ্যাংশ পেত। পরে প্রতারকেরা টালবাহানা করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠান বন্ধ করে উধাও হয়ে যায়।
লাভের আশায় রাখা গ্রাহকদের সঞ্চয়ের টাকা এই প্রতারণা চক্র আহমদিয়া অ্যাপার্টমেন্ট অ্যান্ড বিল্ডার্স এবং ইউরোস্টার হোম অ্যাপ্লায়েন্স কোম্পানিতে সরিয়ে নেয়। এই ঘটনায় ডিএমপির কাফরুল থানায় একটি প্রতারণার মামলা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ মামলাটি অধিগ্রহণ করে প্রতারকদের শনাক্ত করে গ্রেপ্তার করে।
এদিকে দুই প্রতারককে গ্রেপ্তারের খবর পেয়ে প্রতারিত সঞ্চয়কারীদের মধ্যে প্রায় শতাধিক ব্যক্তি ডিবি কার্যালয়ের সামনে আসেন। তাদের একজন মো. জলিল পেশায় তৈরি পোশাক কারখানার শ্রমিক। তিনি বলেন, ‘দুই দফায় দেড় লাখ টাকা সঞ্চয় রেখেছিলাম এই কোম্পানিতে। কিন্তু লাভের টাকা পেয়ে মূল টাকা চাইতে গেলে তারা আমাকে হুমকি-ধমকি দিয়ে ঘাড় ধরে বের করে দেয়। আমার দুইটা মেয়ে অসুস্থ, তাদের চিকিৎসা করাতে পারছিলাম না। উপায় না পেয়ে তাদের কাছে মেয়ের চিকিৎসা করানোর জন্য ৩০ হাজার টাকা চেয়েছিলাম হাতে-পায়ে ধরে। তবু তাদের মন গলে নাই। চিকিৎসার অভাবে আমার একটা মেয়ে মারাই গেছে।’

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৩ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১৭ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
৪৩ মিনিট আগে