Ajker Patrika

গার্মেন্টস টিওসির সভাপতি মন্টু ঘোষ, সম্পাদক শামীম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গার্মেন্টস টিওসির সভাপতি মন্টু ঘোষ, সম্পাদক শামীম 

শ্রমিক নেতা মন্টু ঘোষকে সভাপতি এবং সাদেকুর রহমান শামীমকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। 

আজ শুক্রবার রাজধানীর বিএমএ মিলনায়তনে সংগঠনের ৮ম কেন্দ্রীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জলি তালুকদার, ইদ্রিস আলী, কাজী রুহুল আমীন, জিয়াউল কবির খোকন ও রাহাতউল্লাহ জাহিদকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। এ ছাড়াও ইকবাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিকের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও অন্যান্য ভাতাসহ নতুন মজুরি ঘোষণা এবং সোয়েটারের পিসরেটসহ সব গ্রেডে একই হারে মজুরি বৃদ্ধি, কারখানা ভিত্তিক রেশন প্রদানসহ নানা দাবিকে সামনে রেখে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৮ম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশ পরবর্তী মিছিল শেষে বিএমএ মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে দেশের বিভিন্ন গার্মেন্ট শিল্পাঞ্চল থেকে শাখা, আঞ্চলিক ও জেলা সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত ৭২৯ জন প্রতিনিধি ও পর্যবেক্ষকের মধ্যে ৬ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক কাউন্সিলে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত