শ্যামপুর-কদমতলী, ঢাকা

রাজধানীর দোলাইরপাড়ে মেয়র হানিফ ফ্লাইভারের টোল বক্সে ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। জুরাইনে ট্রাফিক পুলিশ বক্সেও অগ্নিসংযোগ করেছে তারা। আজ রোববার বিকেল ৪টার পর এ ঘটনা ঘটে।
বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা এবং জুরাইন পর্যন্ত এলাকা আন্দোলনকারীরা দখলে নেয়। এসব এলাকায় রাস্তার বিভিন্ন জায়গায় টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
অসহযোগ আন্দোলনের প্রথম দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। দুপুর ১২টা নাগাদ শত শত আন্দোলনকারী যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগ, শনির আখড়া, কুতুবখালী ও কাজলা এলাকা দখলে নিয়ে বিক্ষোভ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১টার দিকে আন্দোলনকারীরা যাত্রাবাড়ীর চৌরাস্তার দিকে অগ্রসর হয়। তখন সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হয়।
একপর্যায়ে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের হটিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা দখলে নিয়ে অবস্থান নেয়। তারা কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী পোস্তগোলায় আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় স্থানীয় মোটরচালক লীগের নেতা মোহাম্মদ রাজুকে বেধড়ক পেটায় আন্দোলনকারীরা। তাকে গুরুতর আহত অবস্থায় গেন্ডারিয়া আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ ব্যাপারে শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আদম আলী বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে শ্যামপুর থেকে একদল দুষ্কৃতকারী পোস্তগোলা আক্রমণ করতে আশার খবর পাই। তখন আমরা তাদের প্রতিহত করি। একপর্যায়ে রাজু পড়ে গেলে তাকে বেধড়ক পেটায় আন্দোলনকারীরা। তার অবস্থা আশঙ্কাজনক।’
আজ রোববার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মাওয়া সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। সিটি সার্ভিসের কোনো যাত্রীবাহী বাসও চলাচল করেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাবাড়ীর অবস্থা থমথমে। মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছে।

রাজধানীর দোলাইরপাড়ে মেয়র হানিফ ফ্লাইভারের টোল বক্সে ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। জুরাইনে ট্রাফিক পুলিশ বক্সেও অগ্নিসংযোগ করেছে তারা। আজ রোববার বিকেল ৪টার পর এ ঘটনা ঘটে।
বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা এবং জুরাইন পর্যন্ত এলাকা আন্দোলনকারীরা দখলে নেয়। এসব এলাকায় রাস্তার বিভিন্ন জায়গায় টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
অসহযোগ আন্দোলনের প্রথম দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। দুপুর ১২টা নাগাদ শত শত আন্দোলনকারী যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগ, শনির আখড়া, কুতুবখালী ও কাজলা এলাকা দখলে নিয়ে বিক্ষোভ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১টার দিকে আন্দোলনকারীরা যাত্রাবাড়ীর চৌরাস্তার দিকে অগ্রসর হয়। তখন সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হয়।
একপর্যায়ে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের হটিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা দখলে নিয়ে অবস্থান নেয়। তারা কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী পোস্তগোলায় আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় স্থানীয় মোটরচালক লীগের নেতা মোহাম্মদ রাজুকে বেধড়ক পেটায় আন্দোলনকারীরা। তাকে গুরুতর আহত অবস্থায় গেন্ডারিয়া আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ ব্যাপারে শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আদম আলী বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে শ্যামপুর থেকে একদল দুষ্কৃতকারী পোস্তগোলা আক্রমণ করতে আশার খবর পাই। তখন আমরা তাদের প্রতিহত করি। একপর্যায়ে রাজু পড়ে গেলে তাকে বেধড়ক পেটায় আন্দোলনকারীরা। তার অবস্থা আশঙ্কাজনক।’
আজ রোববার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মাওয়া সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। সিটি সার্ভিসের কোনো যাত্রীবাহী বাসও চলাচল করেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাবাড়ীর অবস্থা থমথমে। মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে