নিজস্ব প্রতিবেদক, সাভার

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে ঢাকার সাভারে তাদের নেতা-কর্মীদের রাস্তায় দেখা যায়নি। তবে আওয়ামী লীগ, যুবলীগ ও হকার্স লীগের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে বন্ধ হয়েছে দূরপাল্লার পরিবহন চলাচল, বন্ধ রয়েছে সব ধরনের ডাক যোগাযোগ।
আজ মঙ্গলবার ভোরের দিকে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেলেও সকাল ৮টার পর থেকে দূরপাল্লার আর কোনো যানবাহন চলাচল করেনি।
অবরোধ ডেকে মাঠে না থাকা প্রসঙ্গে সাভার থানা-বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মামলায় জর্জরিত। গত এক সপ্তাহে আমাদের নেতা-কর্মীদের নামে চারটি মামলা হয়েছে। পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে। পুলিশের ভয়ে নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারছেন না। এ অবস্থায় অবরোধ সফল করব কীভাবে।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপদ চন্দ্র সাহা বলেন, ‘পরিস্থিতি পুলিশের অনুকূলে রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।’
এদিকে অবরোধের কারণে সাভার, ধামরাই ও মানিকগঞ্জে ঢাকা থেকে কোনো ডাক আসেনি। সাভার উপজেলা পোস্টমাস্টার শামীমা সুলতানা বলেন, ‘অবরোধের কারণে আগামী তিন দিন ডাক বহনকারী যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে ঢাকা থেকে কোনো চিঠিপত্র বা অন্য কোনো পণ্যসামগ্রী সাভারে আসবে না। একই কারণে সাভার থেকেও কোনো চিঠি বা অন্য কোনো ডকুমেন্ট ঢাকা বা দেশের অন্য কোথাও পাঠানো সম্ভব হবে না।’
অন্যদিকে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকার মহাসড়ক ঘুরে ঢাকা-আরিচা ও ঢাকা-আশুলিয়ার মধ্যে স্থানীয় বিভিন্ন পরিবহনের অল্পসংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশা চলাচল করছে। এসব যানবাহনের চালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অসুস্থ বাবাকে দেখার জন্য ঢাকা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন ফল ব্যবসায়ী আরিফুর রহমান। তিনি সরাসরি বাস না পেয়ে গাবতলী থেকে সিএনজিচালিত অটো রিকশা করে সাভার আসেন। এরপর সেলফি পরিবহনের একটি বাসে সাভার থেকে পাটুরিয়ার উদ্দেশে রওনা হন।
বাসে ওঠার আগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাস না পেয়ে ৫০০ টাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সাভার পর্যন্ত এসেছি। সাভার এসে বাস পেয়ে অটোরিকশা ছেড়ে দিয়েছি। এভাবে বিপদে ফেলে যাঁরা বেশি ভাড়া আদায় করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে ঢাকার সাভারে তাদের নেতা-কর্মীদের রাস্তায় দেখা যায়নি। তবে আওয়ামী লীগ, যুবলীগ ও হকার্স লীগের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে বন্ধ হয়েছে দূরপাল্লার পরিবহন চলাচল, বন্ধ রয়েছে সব ধরনের ডাক যোগাযোগ।
আজ মঙ্গলবার ভোরের দিকে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেলেও সকাল ৮টার পর থেকে দূরপাল্লার আর কোনো যানবাহন চলাচল করেনি।
অবরোধ ডেকে মাঠে না থাকা প্রসঙ্গে সাভার থানা-বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মামলায় জর্জরিত। গত এক সপ্তাহে আমাদের নেতা-কর্মীদের নামে চারটি মামলা হয়েছে। পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে। পুলিশের ভয়ে নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারছেন না। এ অবস্থায় অবরোধ সফল করব কীভাবে।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপদ চন্দ্র সাহা বলেন, ‘পরিস্থিতি পুলিশের অনুকূলে রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।’
এদিকে অবরোধের কারণে সাভার, ধামরাই ও মানিকগঞ্জে ঢাকা থেকে কোনো ডাক আসেনি। সাভার উপজেলা পোস্টমাস্টার শামীমা সুলতানা বলেন, ‘অবরোধের কারণে আগামী তিন দিন ডাক বহনকারী যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে ঢাকা থেকে কোনো চিঠিপত্র বা অন্য কোনো পণ্যসামগ্রী সাভারে আসবে না। একই কারণে সাভার থেকেও কোনো চিঠি বা অন্য কোনো ডকুমেন্ট ঢাকা বা দেশের অন্য কোথাও পাঠানো সম্ভব হবে না।’
অন্যদিকে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকার মহাসড়ক ঘুরে ঢাকা-আরিচা ও ঢাকা-আশুলিয়ার মধ্যে স্থানীয় বিভিন্ন পরিবহনের অল্পসংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশা চলাচল করছে। এসব যানবাহনের চালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অসুস্থ বাবাকে দেখার জন্য ঢাকা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন ফল ব্যবসায়ী আরিফুর রহমান। তিনি সরাসরি বাস না পেয়ে গাবতলী থেকে সিএনজিচালিত অটো রিকশা করে সাভার আসেন। এরপর সেলফি পরিবহনের একটি বাসে সাভার থেকে পাটুরিয়ার উদ্দেশে রওনা হন।
বাসে ওঠার আগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাস না পেয়ে ৫০০ টাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সাভার পর্যন্ত এসেছি। সাভার এসে বাস পেয়ে অটোরিকশা ছেড়ে দিয়েছি। এভাবে বিপদে ফেলে যাঁরা বেশি ভাড়া আদায় করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২১ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৭ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৭ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে