নিজস্ব প্রতিবেদক, সাভার

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে ঢাকার সাভারে তাদের নেতা-কর্মীদের রাস্তায় দেখা যায়নি। তবে আওয়ামী লীগ, যুবলীগ ও হকার্স লীগের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে বন্ধ হয়েছে দূরপাল্লার পরিবহন চলাচল, বন্ধ রয়েছে সব ধরনের ডাক যোগাযোগ।
আজ মঙ্গলবার ভোরের দিকে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেলেও সকাল ৮টার পর থেকে দূরপাল্লার আর কোনো যানবাহন চলাচল করেনি।
অবরোধ ডেকে মাঠে না থাকা প্রসঙ্গে সাভার থানা-বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মামলায় জর্জরিত। গত এক সপ্তাহে আমাদের নেতা-কর্মীদের নামে চারটি মামলা হয়েছে। পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে। পুলিশের ভয়ে নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারছেন না। এ অবস্থায় অবরোধ সফল করব কীভাবে।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপদ চন্দ্র সাহা বলেন, ‘পরিস্থিতি পুলিশের অনুকূলে রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।’
এদিকে অবরোধের কারণে সাভার, ধামরাই ও মানিকগঞ্জে ঢাকা থেকে কোনো ডাক আসেনি। সাভার উপজেলা পোস্টমাস্টার শামীমা সুলতানা বলেন, ‘অবরোধের কারণে আগামী তিন দিন ডাক বহনকারী যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে ঢাকা থেকে কোনো চিঠিপত্র বা অন্য কোনো পণ্যসামগ্রী সাভারে আসবে না। একই কারণে সাভার থেকেও কোনো চিঠি বা অন্য কোনো ডকুমেন্ট ঢাকা বা দেশের অন্য কোথাও পাঠানো সম্ভব হবে না।’
অন্যদিকে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকার মহাসড়ক ঘুরে ঢাকা-আরিচা ও ঢাকা-আশুলিয়ার মধ্যে স্থানীয় বিভিন্ন পরিবহনের অল্পসংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশা চলাচল করছে। এসব যানবাহনের চালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অসুস্থ বাবাকে দেখার জন্য ঢাকা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন ফল ব্যবসায়ী আরিফুর রহমান। তিনি সরাসরি বাস না পেয়ে গাবতলী থেকে সিএনজিচালিত অটো রিকশা করে সাভার আসেন। এরপর সেলফি পরিবহনের একটি বাসে সাভার থেকে পাটুরিয়ার উদ্দেশে রওনা হন।
বাসে ওঠার আগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাস না পেয়ে ৫০০ টাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সাভার পর্যন্ত এসেছি। সাভার এসে বাস পেয়ে অটোরিকশা ছেড়ে দিয়েছি। এভাবে বিপদে ফেলে যাঁরা বেশি ভাড়া আদায় করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে ঢাকার সাভারে তাদের নেতা-কর্মীদের রাস্তায় দেখা যায়নি। তবে আওয়ামী লীগ, যুবলীগ ও হকার্স লীগের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে বন্ধ হয়েছে দূরপাল্লার পরিবহন চলাচল, বন্ধ রয়েছে সব ধরনের ডাক যোগাযোগ।
আজ মঙ্গলবার ভোরের দিকে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেলেও সকাল ৮টার পর থেকে দূরপাল্লার আর কোনো যানবাহন চলাচল করেনি।
অবরোধ ডেকে মাঠে না থাকা প্রসঙ্গে সাভার থানা-বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মামলায় জর্জরিত। গত এক সপ্তাহে আমাদের নেতা-কর্মীদের নামে চারটি মামলা হয়েছে। পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে। পুলিশের ভয়ে নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারছেন না। এ অবস্থায় অবরোধ সফল করব কীভাবে।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপদ চন্দ্র সাহা বলেন, ‘পরিস্থিতি পুলিশের অনুকূলে রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।’
এদিকে অবরোধের কারণে সাভার, ধামরাই ও মানিকগঞ্জে ঢাকা থেকে কোনো ডাক আসেনি। সাভার উপজেলা পোস্টমাস্টার শামীমা সুলতানা বলেন, ‘অবরোধের কারণে আগামী তিন দিন ডাক বহনকারী যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে ঢাকা থেকে কোনো চিঠিপত্র বা অন্য কোনো পণ্যসামগ্রী সাভারে আসবে না। একই কারণে সাভার থেকেও কোনো চিঠি বা অন্য কোনো ডকুমেন্ট ঢাকা বা দেশের অন্য কোথাও পাঠানো সম্ভব হবে না।’
অন্যদিকে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকার মহাসড়ক ঘুরে ঢাকা-আরিচা ও ঢাকা-আশুলিয়ার মধ্যে স্থানীয় বিভিন্ন পরিবহনের অল্পসংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশা চলাচল করছে। এসব যানবাহনের চালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অসুস্থ বাবাকে দেখার জন্য ঢাকা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন ফল ব্যবসায়ী আরিফুর রহমান। তিনি সরাসরি বাস না পেয়ে গাবতলী থেকে সিএনজিচালিত অটো রিকশা করে সাভার আসেন। এরপর সেলফি পরিবহনের একটি বাসে সাভার থেকে পাটুরিয়ার উদ্দেশে রওনা হন।
বাসে ওঠার আগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাস না পেয়ে ৫০০ টাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সাভার পর্যন্ত এসেছি। সাভার এসে বাস পেয়ে অটোরিকশা ছেড়ে দিয়েছি। এভাবে বিপদে ফেলে যাঁরা বেশি ভাড়া আদায় করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’

কুমিল্লার ময়নামতি রেলস্টেশন এলাকায় চলন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ময়নামতি স্টেশনের আউটার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কয়েকটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, দুটি ইটভাটার স মিল গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
২৮ মিনিট আগে
পতেঙ্গার গুপ্তখাল এলাকায় অবস্থিত স্ক্যাডা (নিয়ন্ত্রণ) সেন্টারে চাপের অস্বাভাবিকতা ধরা পড়লে বিষয়টি নজরে আসে। পরে জানা যায়, মহাসড়কের পাশে প্রায় ১২ ফুট মাটির নিচে স্থাপিত পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালানো হচ্ছিল।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী পৌরসভার পশ্চিম গৌরীপাড়া বউবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে