কিশোরগঞ্জ প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।
আজ শনিবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন। জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে ভাতশালা হাওর এলাকায় সভাটি হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা জানান, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে, সে ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। আর এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে দেশে। আর কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
আলী ইমাম বলেন, ‘কৃষক ও জিরাতিরা (হাওরের চাষি) হলেন দেশ উন্নয়নের প্রথম সারির সৈনিক। তাঁরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পায়ে ফেলে তাঁরা যে ফসল ফলান, তা দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান হয়।’
উপদেষ্টার তথ্যমতে, হাওরের সেচ সমস্যা দূর, মাছ ধরার অজুহাতে অবৈধভাবে খাল-বিল শুকিয়ে ফেলা রোধ, সার-বীজের প্রাপ্যতা নিশ্চিত করা এবং ফসল সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে।
উপদেষ্টা বলেন, মেঘনাসহ বড় বড় নদীগুলোও আজ নাব্যতা-সংকটে ভুগছে। হাওরের খাল-বিলগুলো শুকিয়ে যাচ্ছে। স্থানীয় খালগুলো খনন করা সম্ভব। আর বড় নদ-নদীগুলো খনন করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হাওরকে বিপুল সম্ভাবনাময় জনপদ হিসেবে উল্লেখ করে আলী ইমাম বলেন, হাওর এলাকায় এখন কৃষকেরা কেবল ধান নয়, পাশাপাশি ভুট্টা, সবজি চাষ, হাঁস–মুরগি পালন, মাছ চাষসহ নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। সরকার হাওরের যোগাযোগব্যবস্থাসহ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে।
এ সময় উপদেষ্টা কৃষকদের কাছে তাঁদের সমস্যাগুলো সম্পর্কে জানতে চান। বেশ কয়েকজন কৃষক সেচ সমস্যা, রাস্তাঘাটের সংকট ও খাবার পানির অভাব নিয়ে কথা বলেন। তখন জেলা প্রশাসককে এগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন উপদেষ্টা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার প্রমুখ।
সভা শেষে উপদেষ্টা ভাতশালা হাওরের বোরো খেত ঘুরে দেখেন। এ সময় তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত কৃষক ও জিরাতিদের সমস্যার কথা শোনেন।

অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।
আজ শনিবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন। জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে ভাতশালা হাওর এলাকায় সভাটি হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা জানান, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে, সে ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। আর এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে দেশে। আর কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
আলী ইমাম বলেন, ‘কৃষক ও জিরাতিরা (হাওরের চাষি) হলেন দেশ উন্নয়নের প্রথম সারির সৈনিক। তাঁরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পায়ে ফেলে তাঁরা যে ফসল ফলান, তা দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান হয়।’
উপদেষ্টার তথ্যমতে, হাওরের সেচ সমস্যা দূর, মাছ ধরার অজুহাতে অবৈধভাবে খাল-বিল শুকিয়ে ফেলা রোধ, সার-বীজের প্রাপ্যতা নিশ্চিত করা এবং ফসল সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে।
উপদেষ্টা বলেন, মেঘনাসহ বড় বড় নদীগুলোও আজ নাব্যতা-সংকটে ভুগছে। হাওরের খাল-বিলগুলো শুকিয়ে যাচ্ছে। স্থানীয় খালগুলো খনন করা সম্ভব। আর বড় নদ-নদীগুলো খনন করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হাওরকে বিপুল সম্ভাবনাময় জনপদ হিসেবে উল্লেখ করে আলী ইমাম বলেন, হাওর এলাকায় এখন কৃষকেরা কেবল ধান নয়, পাশাপাশি ভুট্টা, সবজি চাষ, হাঁস–মুরগি পালন, মাছ চাষসহ নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। সরকার হাওরের যোগাযোগব্যবস্থাসহ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে।
এ সময় উপদেষ্টা কৃষকদের কাছে তাঁদের সমস্যাগুলো সম্পর্কে জানতে চান। বেশ কয়েকজন কৃষক সেচ সমস্যা, রাস্তাঘাটের সংকট ও খাবার পানির অভাব নিয়ে কথা বলেন। তখন জেলা প্রশাসককে এগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন উপদেষ্টা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার প্রমুখ।
সভা শেষে উপদেষ্টা ভাতশালা হাওরের বোরো খেত ঘুরে দেখেন। এ সময় তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত কৃষক ও জিরাতিদের সমস্যার কথা শোনেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১৪ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৯ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে