নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের রাজনীতি বর্তমানে গুন্ডা পান্ডাদের আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘এই সরকারের সংকীর্ণতা সবাই দেখেছে। একজন তিন বারের প্রধানমন্ত্রী এবং একজন নোবেল প্রাপ্ত বিশিষ্ট নাগরিক সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য অশোভন হয়েছে।’
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তিনি।
জনগণের টাকায় পদ্মা সেতু করা হয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘পদ্মা সেতু করা হয়েছে জনগণের ভ্যাট ও ট্যাক্সের টাকায়। এত বড় একটা কাজ করায় প্রধানমন্ত্রী ধন্যবাদ পেতে পারে। কিন্তু ১০ হাজার কোটি টাকার কাজে ৪০ হাজার কোটি টাকা খরচ করার হিসাব তাকে দিতে হবে। কাকে কত পার্সেন্ট চাঁদা দেওয়া হয়েছে আর কত টাকা এখান থেকে লুটপাট হয়েছে এ হিসাবও দিতে হবে।’
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের প্রতিবাদ করে ডাকসুর সাবেক এ ভিপি বলেন ছাত্রলীগ যারা করে তারা অধিকাংশই মাদকাসক্ত, আমার কাছে এর প্রমাণ আছে। ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ ছাত্ররা রুখে দাঁড়ালে তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির উদ্দ্যেশ্যে নুর বলেন, ‘বিদেশিদের অপেক্ষায় বসে থাকবেন না। তারা কখনোই কাউকে ক্ষমতায় বসাবে না। এ সরকারকে হঠাতে জনগণকে সংগঠিত করে রাস্তায় নামাতে হবে।’
জনগণ এ সরকারের বিচার করবে উল্লেখ করে নুর বলেন, ‘২ কোটি টাকা তছরুপের মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে অথচ সেই টাকা এখনো ব্যাংকেই রয়েছে। এই সরকার দেশের ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণ শিগগিরই তাদের বিচার করবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মালেক ফরাজী এবং গণ অধিকার ও পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দেশের রাজনীতি বর্তমানে গুন্ডা পান্ডাদের আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘এই সরকারের সংকীর্ণতা সবাই দেখেছে। একজন তিন বারের প্রধানমন্ত্রী এবং একজন নোবেল প্রাপ্ত বিশিষ্ট নাগরিক সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য অশোভন হয়েছে।’
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তিনি।
জনগণের টাকায় পদ্মা সেতু করা হয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘পদ্মা সেতু করা হয়েছে জনগণের ভ্যাট ও ট্যাক্সের টাকায়। এত বড় একটা কাজ করায় প্রধানমন্ত্রী ধন্যবাদ পেতে পারে। কিন্তু ১০ হাজার কোটি টাকার কাজে ৪০ হাজার কোটি টাকা খরচ করার হিসাব তাকে দিতে হবে। কাকে কত পার্সেন্ট চাঁদা দেওয়া হয়েছে আর কত টাকা এখান থেকে লুটপাট হয়েছে এ হিসাবও দিতে হবে।’
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের প্রতিবাদ করে ডাকসুর সাবেক এ ভিপি বলেন ছাত্রলীগ যারা করে তারা অধিকাংশই মাদকাসক্ত, আমার কাছে এর প্রমাণ আছে। ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ ছাত্ররা রুখে দাঁড়ালে তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির উদ্দ্যেশ্যে নুর বলেন, ‘বিদেশিদের অপেক্ষায় বসে থাকবেন না। তারা কখনোই কাউকে ক্ষমতায় বসাবে না। এ সরকারকে হঠাতে জনগণকে সংগঠিত করে রাস্তায় নামাতে হবে।’
জনগণ এ সরকারের বিচার করবে উল্লেখ করে নুর বলেন, ‘২ কোটি টাকা তছরুপের মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে অথচ সেই টাকা এখনো ব্যাংকেই রয়েছে। এই সরকার দেশের ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণ শিগগিরই তাদের বিচার করবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মালেক ফরাজী এবং গণ অধিকার ও পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১৬ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে