নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলের জেনারেটর বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও একজন। গতকাল বুধবার রাত পৌনে ১২টায় ও আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তাঁদের মৃত্যু হয়। নিহতেরা হলেন—নাজমুল (১৮) ও শামীম (৩২)।
তাঁরা উভয়েই আড়াইহাজার উপজেলার চামুরকান্দি গ্রামের আব্দুল করিমের ছেলে। আহত শ্রমিকের নাম বাশার (২৮)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন। এর আগে গত রোববার কারখানার জেনারেটর বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে বুধবার রাতে নাজমুল ও বৃহস্পতিবার সকালে শামীম মারা যান।
নিহত শামীমের শরীরের ৪৫ শতাংশ এবং নাজমুলের শরীরের ৬১ শতাংশ দগ্ধ হয়েছিল। ২৮ শতাংশ দগ্ধ শরীর নিয়ে আহত বাশার চিকিৎসাধীন রয়েছেন।
স্টিল মিলের সুপারভাইজার সুমন বলেন, ‘গত রোববার সন্ধ্যায় রূপগঞ্জের ভূলতা সড়কের পাশে ফ্রেশ স্টিল মিলের জেনারেটর সার্ভিসিং চলছিল। এ সময় জেনারেটর স্পার্ক করে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই তিনজন দগ্ধ হন। তাঁদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।’
বিস্ফোরণে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়ে রূপগঞ্জ থানার ডিউটি অফিসার আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা মেডিকেলে দুজন মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। তবে এই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলের জেনারেটর বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও একজন। গতকাল বুধবার রাত পৌনে ১২টায় ও আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তাঁদের মৃত্যু হয়। নিহতেরা হলেন—নাজমুল (১৮) ও শামীম (৩২)।
তাঁরা উভয়েই আড়াইহাজার উপজেলার চামুরকান্দি গ্রামের আব্দুল করিমের ছেলে। আহত শ্রমিকের নাম বাশার (২৮)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন। এর আগে গত রোববার কারখানার জেনারেটর বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে বুধবার রাতে নাজমুল ও বৃহস্পতিবার সকালে শামীম মারা যান।
নিহত শামীমের শরীরের ৪৫ শতাংশ এবং নাজমুলের শরীরের ৬১ শতাংশ দগ্ধ হয়েছিল। ২৮ শতাংশ দগ্ধ শরীর নিয়ে আহত বাশার চিকিৎসাধীন রয়েছেন।
স্টিল মিলের সুপারভাইজার সুমন বলেন, ‘গত রোববার সন্ধ্যায় রূপগঞ্জের ভূলতা সড়কের পাশে ফ্রেশ স্টিল মিলের জেনারেটর সার্ভিসিং চলছিল। এ সময় জেনারেটর স্পার্ক করে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই তিনজন দগ্ধ হন। তাঁদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।’
বিস্ফোরণে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়ে রূপগঞ্জ থানার ডিউটি অফিসার আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা মেডিকেলে দুজন মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। তবে এই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে