নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকতকে আরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম হায়দার আলী তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
প্রধান মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন কার্যালয় সূত্রে জানা যায়, সাধন চন্দ্র মজুমদারকে পল্টন থানার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলা ও মোহাম্মদপুর থানায় দায়ের করা ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায়, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে মোহাম্মদপুর থানায় দায়ের করা ইমরুল কায়েস ফয়সাল হত্যার চেষ্টা মামলায়, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় ও ঢাবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকতকে পল্টন থানায় দায়ের করা ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইয়াসিন আরাফাতকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হচ্ছে। ভবিষ্যতে তদন্তের স্বার্থে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এই আসামিদের গ্রেপ্তার করা হয়। একাধিক মামলায় প্রত্যেককে রিমান্ডেও নেওয়া হয়।

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকতকে আরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম হায়দার আলী তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
প্রধান মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন কার্যালয় সূত্রে জানা যায়, সাধন চন্দ্র মজুমদারকে পল্টন থানার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলা ও মোহাম্মদপুর থানায় দায়ের করা ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায়, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে মোহাম্মদপুর থানায় দায়ের করা ইমরুল কায়েস ফয়সাল হত্যার চেষ্টা মামলায়, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় ও ঢাবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকতকে পল্টন থানায় দায়ের করা ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইয়াসিন আরাফাতকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হচ্ছে। ভবিষ্যতে তদন্তের স্বার্থে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এই আসামিদের গ্রেপ্তার করা হয়। একাধিক মামলায় প্রত্যেককে রিমান্ডেও নেওয়া হয়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে