নিজস্ব প্রতিবেদক ঢাকা

এক ছাতার তলে আসছে ই-কমার্স ব্যবসা। আজ ১১টি প্রতিষ্ঠানকে সনদ দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে নিবন্ধনকারীদের মধ্যে সনদ দেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অনেক নারী উদ্যোক্তা আছেন, যাঁরা জীবনসংগ্রামের জন্য ডিজিটাল কমার্স ব্যবসা করছেন। এই ব্যবসা করে মানুষ যাতে প্রতারণার শিকার না হয়, সে জন্য সবাইকে এক ছাতার তলে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ই-কমার্স ব্যবসাকে একটি সিস্টেমে আনার জন্য সরকার এই ব্যবস্থা নিচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব ই-কমার্স ব্যবসা নিবন্ধনের আওতায় আসবে। যাঁরা নিবন্ধন করবেন না, তাঁরা হয়তো একসময় এই ব্যবসা করতে পারবেন না, তবে একটু সময় লাগবে।’
বিশেষ অতিথির বক্তব্যে জুনায়েদ আহমেদ পলক বলেন, ই-কমার্সের মাধ্যমে ২ হাজার ৫০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। প্রতারণার হাত থেকে কীভাবে মানুষকে রক্ষা করা যায়, সেজন্য সরকার এই ব্যবস্থা নিচ্ছে।
প্রধানমন্ত্রীর বেসরকারিবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। দেশের নারী উদ্যোক্তাদের সবাইকে একই প্ল্যাটফর্মে আনার জন্য সরকার তিন মাসের মধ্যেরে জিস্ট্রেশন করতে বলেছে।
নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা:
জিয়া আশরাফ, প্রতিষ্ঠাতা ও সিওও, চালডাল লি.; মোহাম্মদ সাহাব উদ্দিন, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, ডায়াবেটিস স্টোর; মাহমুদুল হাসান সোহাগ, সিইও, রকমারি ডট কম; ফাহিম মাশরুর, প্রতিষ্ঠাতা ও সিইও, আজকের ডিল; নাজমুস শেখ, ব্যবস্থাপনা পরিচালক, সাজগোজ লি.; আব্দুল আজীজ, প্রতিষ্ঠাতা ও সিইও, যাচাই ডট কম; ফারহা মাহমুদ তৃণা, প্রোপাইটর, তৃণাস ক্লোসেট; হোসনে আরা খান নওরীন, প্রতিষ্ঠাতা, নওরীনস মীরর; সালমা রহমান আঁখি, প্রোপাইটর, আঁখিস কালেকশান (ফেসবুক শপ); ফারহা দিবা, প্রোপাইটর, নিখান (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্চেন্ট); মুসফেরা জাহান, প্রোপাইটর, মম ফানুস (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্চেন্ট)।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

এক ছাতার তলে আসছে ই-কমার্স ব্যবসা। আজ ১১টি প্রতিষ্ঠানকে সনদ দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে নিবন্ধনকারীদের মধ্যে সনদ দেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অনেক নারী উদ্যোক্তা আছেন, যাঁরা জীবনসংগ্রামের জন্য ডিজিটাল কমার্স ব্যবসা করছেন। এই ব্যবসা করে মানুষ যাতে প্রতারণার শিকার না হয়, সে জন্য সবাইকে এক ছাতার তলে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ই-কমার্স ব্যবসাকে একটি সিস্টেমে আনার জন্য সরকার এই ব্যবস্থা নিচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব ই-কমার্স ব্যবসা নিবন্ধনের আওতায় আসবে। যাঁরা নিবন্ধন করবেন না, তাঁরা হয়তো একসময় এই ব্যবসা করতে পারবেন না, তবে একটু সময় লাগবে।’
বিশেষ অতিথির বক্তব্যে জুনায়েদ আহমেদ পলক বলেন, ই-কমার্সের মাধ্যমে ২ হাজার ৫০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। প্রতারণার হাত থেকে কীভাবে মানুষকে রক্ষা করা যায়, সেজন্য সরকার এই ব্যবস্থা নিচ্ছে।
প্রধানমন্ত্রীর বেসরকারিবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। দেশের নারী উদ্যোক্তাদের সবাইকে একই প্ল্যাটফর্মে আনার জন্য সরকার তিন মাসের মধ্যেরে জিস্ট্রেশন করতে বলেছে।
নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা:
জিয়া আশরাফ, প্রতিষ্ঠাতা ও সিওও, চালডাল লি.; মোহাম্মদ সাহাব উদ্দিন, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, ডায়াবেটিস স্টোর; মাহমুদুল হাসান সোহাগ, সিইও, রকমারি ডট কম; ফাহিম মাশরুর, প্রতিষ্ঠাতা ও সিইও, আজকের ডিল; নাজমুস শেখ, ব্যবস্থাপনা পরিচালক, সাজগোজ লি.; আব্দুল আজীজ, প্রতিষ্ঠাতা ও সিইও, যাচাই ডট কম; ফারহা মাহমুদ তৃণা, প্রোপাইটর, তৃণাস ক্লোসেট; হোসনে আরা খান নওরীন, প্রতিষ্ঠাতা, নওরীনস মীরর; সালমা রহমান আঁখি, প্রোপাইটর, আঁখিস কালেকশান (ফেসবুক শপ); ফারহা দিবা, প্রোপাইটর, নিখান (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্চেন্ট); মুসফেরা জাহান, প্রোপাইটর, মম ফানুস (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্চেন্ট)।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৭ ঘণ্টা আগে