নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে রাতে পিকআপ নিয়ে ঘুরে ঘুরে বাসাবাড়ি, দোকান ও অন্যান্য স্থাপনায় চুরি করে একটি সংঘবদ্ধ দল। কিস্তিতে কেনা হয় পিকআপটি। ওই দলের চারজনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবির) রমনা বিভাগের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম (২৭) মো. দিপু (৫০), মো. মনির হোসেন (৫০), ও মো. সোহাগ (৩৬)।
আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, রাজধানীর হাজারীবাগের একটি দোকানে চুরির ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে নেমে এই চোরচক্রের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। চক্রটি রাতে পিকআপ নিয়ে ঘুরে ঘুরে চুরি করত। ডিবির রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের সদস্যরা অন্তত ৫০০ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই চোর দলকে চিহ্নিত করে। চক্রের সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় থাকে।
তারা রাতে চুরি করে আবার নারায়ণগঞ্জে গিয়ে আত্মগোপন করত। এমন কি চুরি করে নেওয়া মালামাল রাখার জন্য তারা গোডাউন ভাড়া করেছিল। আর চুরি করার জন্য কিস্তিতে পিক আপ কিনেছেন দলনেতা শামীম। চুরির টাকার একটি অংশ দিয়ে গাড়ির কিস্তি পরিশোধ করে তারা।
হারুন অর রশীদ আরও বলেন, ‘এই চক্রের সদস্য নিয়মিত পরিবর্তন হয়। এই চোরের দল অন্তত ৫০টিরও বেশি চুরির ঘটনা ঘটিয়েছে। দলের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে আরও কোথায় কোথায় চুরি করেছে সেটা জানার চেষ্টা করা হবে। তাদের কাছ থেকে চোরাই মালামাল কারা কেনে সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।
একই সময় কলাবাগান এলাকায় সাবেক এক বিচারকের বাসায় চুরির ঘটনায় অপর একটি চোরচক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তার নাম রত্না ওরফে সিলেটি রত্না।
এই নারী কাজের কথা বলে বিভিন্ন বাসায় প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে সটকে পড়ত। একজন সাবেক বিচারকের বাসায় প্রবেশ করে রত্না ৩টি দামি মোবাইল চুরি করে পালিয়ে যান। এই মোবাইল উদ্ধার করতে গিয়ে গোয়েন্দারা আরও ১৯টি মোবাইল উদ্ধার করেছে।

রাজধানীতে রাতে পিকআপ নিয়ে ঘুরে ঘুরে বাসাবাড়ি, দোকান ও অন্যান্য স্থাপনায় চুরি করে একটি সংঘবদ্ধ দল। কিস্তিতে কেনা হয় পিকআপটি। ওই দলের চারজনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবির) রমনা বিভাগের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম (২৭) মো. দিপু (৫০), মো. মনির হোসেন (৫০), ও মো. সোহাগ (৩৬)।
আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, রাজধানীর হাজারীবাগের একটি দোকানে চুরির ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে নেমে এই চোরচক্রের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। চক্রটি রাতে পিকআপ নিয়ে ঘুরে ঘুরে চুরি করত। ডিবির রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের সদস্যরা অন্তত ৫০০ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই চোর দলকে চিহ্নিত করে। চক্রের সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় থাকে।
তারা রাতে চুরি করে আবার নারায়ণগঞ্জে গিয়ে আত্মগোপন করত। এমন কি চুরি করে নেওয়া মালামাল রাখার জন্য তারা গোডাউন ভাড়া করেছিল। আর চুরি করার জন্য কিস্তিতে পিক আপ কিনেছেন দলনেতা শামীম। চুরির টাকার একটি অংশ দিয়ে গাড়ির কিস্তি পরিশোধ করে তারা।
হারুন অর রশীদ আরও বলেন, ‘এই চক্রের সদস্য নিয়মিত পরিবর্তন হয়। এই চোরের দল অন্তত ৫০টিরও বেশি চুরির ঘটনা ঘটিয়েছে। দলের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে আরও কোথায় কোথায় চুরি করেছে সেটা জানার চেষ্টা করা হবে। তাদের কাছ থেকে চোরাই মালামাল কারা কেনে সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।
একই সময় কলাবাগান এলাকায় সাবেক এক বিচারকের বাসায় চুরির ঘটনায় অপর একটি চোরচক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তার নাম রত্না ওরফে সিলেটি রত্না।
এই নারী কাজের কথা বলে বিভিন্ন বাসায় প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে সটকে পড়ত। একজন সাবেক বিচারকের বাসায় প্রবেশ করে রত্না ৩টি দামি মোবাইল চুরি করে পালিয়ে যান। এই মোবাইল উদ্ধার করতে গিয়ে গোয়েন্দারা আরও ১৯টি মোবাইল উদ্ধার করেছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে