নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের সামনেই দুই মেয়র প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর চালানো হয় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের দরজা, জানালা ও চেয়ার।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মারামারির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় মেয়র প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ।
সম্মেলন কক্ষেই অবস্থান করছিলেন রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।
প্রতীক বরাদ্দের আগে সম্মেলন কক্ষে প্রবেশ করে সামনের আসনের চেয়ারে বসা নিয়ে তর্ক শুরু হয় মেয়র প্রার্থী আবুল বাশার বাদশা ও রফিকুল ইসলামের মধ্যে। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়, তাঁদের অনুসারীরাও বাগ্বিতণ্ডায় জড়ায়।
এক পক্ষ অপর পক্ষের দিকে চেয়ার ছুড়ে মারে ও মারামারিতে জড়িয়ে যায়। উভয় পক্ষের লোকজন সম্মেলন কক্ষের দরজা, জানালার কাঁচ ও চেয়ার ভাঙচুর করে। প্রজেক্টরও ভেঙে ফেলা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘নিজেদের পরাজয় নিশ্চিত জেনে বহিরাগতদের এনে আমার ও আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। আমি চেয়ারে আগে বসেছিলাম, কিন্তু আমাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাদশার লোকজন।’
অন্যদিকে আবুল বাশার বাদশা বলেন, ‘চেয়ারে বসা নিয়ে কর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। তাঁরা কাউকে বসতে দিচ্ছিল না। গাঁয়ের জোড় দেখিয়ে হাতাহাতি শুরু করে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি।’
এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটে গেছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। উভয় মেয়র প্রার্থীকে শোকজ করা হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে