
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের মতো নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, কামরুন্নাহার, জুয়েল ভৌমিক, লোকমান হোসেন, মোমেন মিয়া, দিদার হোসেন, তাজিন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। অথচ আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি—পদমর্যাদা বৃদ্ধি, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, সময়োপযোগী বেতনকাঠামো বাস্তবায়ন আজও অমীমাংসিত রয়ে গেছে।’
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য সহকারীরা একসময় যক্ষ্মা থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১ লাখ ২০ হাজার বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্র ইপিআইয়ের মাধ্যমে বিভিন্ন রোগের টিকা প্রদানসহ ১৩টি মারাত্মক রোগের টিকাদান, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, মহামারি প্রতিরোধসহ নানা বিষয়ে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগবিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। স্বাস্থ্য সহকারীদের সেবার মাধ্যমে ইতিপূর্বে বহির্বিশ্বের বিভিন্ন স্বীকৃতি অর্জনের মাধ্যমে বাংলাদেশে সরকারের সুনাম অর্জিত হয়েছে। কিন্তু সরকারি অবহেলার কারণে আমাদের কারিগরি ও টেকনিক্যাল মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। তাঁরা বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’ ১ সেপ্টেম্বর থেকে সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দেন তাঁরা।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে