নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মায়ের কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে বেআইনিভাবে আটক মুস্তাকিমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে এ ধরনের নির্যাতন, হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন রোগী ও স্বজনেরা। তাঁরা বেশির ভাগই ছিলেন নিম্ন আয়ের মানুষ। পুলিশ রোগী ও স্বজনদের নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। তা ছাড়া পুলিশের দায়িত্ব পালনে বাধা ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে উল্টো রোগী ও তাঁদের স্বজনদের বিরুদ্ধে অজ্ঞাতপরিচয়ে ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে এবং মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির জন্য মুস্তাকিমসহ অন্য সবার শান্তিপূর্ণ প্রতিবাদ (যা প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার), যা কোনোভাবেই পুলিশের কাজে বাধা প্রদান নয়। মুস্তাকিমের কিডনি রোগী মাকে নিয়ে প্রতিবাদ করায় তাঁকেও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ব্লাস্ট বলছে, মামলার এজাহার অনুসারে, মুস্তাকিমকে দণ্ডবিধির ১৪৩,৩৩২ এবং ৩৫৩ ধারায় বেআইনি সমাবেশ, মারধরসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা হয়রানিমূলক। তাই গ্রেপ্তার মুস্তাকিমের নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি নাগরিকের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংস্থাটি।

মায়ের কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে বেআইনিভাবে আটক মুস্তাকিমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে এ ধরনের নির্যাতন, হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন রোগী ও স্বজনেরা। তাঁরা বেশির ভাগই ছিলেন নিম্ন আয়ের মানুষ। পুলিশ রোগী ও স্বজনদের নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। তা ছাড়া পুলিশের দায়িত্ব পালনে বাধা ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে উল্টো রোগী ও তাঁদের স্বজনদের বিরুদ্ধে অজ্ঞাতপরিচয়ে ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে এবং মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির জন্য মুস্তাকিমসহ অন্য সবার শান্তিপূর্ণ প্রতিবাদ (যা প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার), যা কোনোভাবেই পুলিশের কাজে বাধা প্রদান নয়। মুস্তাকিমের কিডনি রোগী মাকে নিয়ে প্রতিবাদ করায় তাঁকেও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ব্লাস্ট বলছে, মামলার এজাহার অনুসারে, মুস্তাকিমকে দণ্ডবিধির ১৪৩,৩৩২ এবং ৩৫৩ ধারায় বেআইনি সমাবেশ, মারধরসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা হয়রানিমূলক। তাই গ্রেপ্তার মুস্তাকিমের নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি নাগরিকের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংস্থাটি।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে