নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মায়ের কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে বেআইনিভাবে আটক মুস্তাকিমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে এ ধরনের নির্যাতন, হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন রোগী ও স্বজনেরা। তাঁরা বেশির ভাগই ছিলেন নিম্ন আয়ের মানুষ। পুলিশ রোগী ও স্বজনদের নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। তা ছাড়া পুলিশের দায়িত্ব পালনে বাধা ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে উল্টো রোগী ও তাঁদের স্বজনদের বিরুদ্ধে অজ্ঞাতপরিচয়ে ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে এবং মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির জন্য মুস্তাকিমসহ অন্য সবার শান্তিপূর্ণ প্রতিবাদ (যা প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার), যা কোনোভাবেই পুলিশের কাজে বাধা প্রদান নয়। মুস্তাকিমের কিডনি রোগী মাকে নিয়ে প্রতিবাদ করায় তাঁকেও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ব্লাস্ট বলছে, মামলার এজাহার অনুসারে, মুস্তাকিমকে দণ্ডবিধির ১৪৩,৩৩২ এবং ৩৫৩ ধারায় বেআইনি সমাবেশ, মারধরসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা হয়রানিমূলক। তাই গ্রেপ্তার মুস্তাকিমের নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি নাগরিকের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংস্থাটি।

মায়ের কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে বেআইনিভাবে আটক মুস্তাকিমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে এ ধরনের নির্যাতন, হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন রোগী ও স্বজনেরা। তাঁরা বেশির ভাগই ছিলেন নিম্ন আয়ের মানুষ। পুলিশ রোগী ও স্বজনদের নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। তা ছাড়া পুলিশের দায়িত্ব পালনে বাধা ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে উল্টো রোগী ও তাঁদের স্বজনদের বিরুদ্ধে অজ্ঞাতপরিচয়ে ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে এবং মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির জন্য মুস্তাকিমসহ অন্য সবার শান্তিপূর্ণ প্রতিবাদ (যা প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার), যা কোনোভাবেই পুলিশের কাজে বাধা প্রদান নয়। মুস্তাকিমের কিডনি রোগী মাকে নিয়ে প্রতিবাদ করায় তাঁকেও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ব্লাস্ট বলছে, মামলার এজাহার অনুসারে, মুস্তাকিমকে দণ্ডবিধির ১৪৩,৩৩২ এবং ৩৫৩ ধারায় বেআইনি সমাবেশ, মারধরসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা হয়রানিমূলক। তাই গ্রেপ্তার মুস্তাকিমের নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি নাগরিকের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১৮ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
২৭ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৭ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১ ঘণ্টা আগে