মানিকগঞ্জ প্রতিনিধি

দুর্নীতি মামলায় মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর বিরুদ্ধে পরোয়ানা জরি করেছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এই আদেশ দেন।
দুদকের আইনজীবী আজিজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতির অভিযোগে পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০২২ সালে আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ একাধিকবার পিছিয়েছে।
বর্তমানে আদালতে মামলা তিনটি বিচারাধীন রয়েছে। তিনটি মামলারই শুনানি একই দিন ধার্য করা হয়। আজ রোববার মামলা তিনটির শুনানির ধার্য দিন থাকলেও পৌর মেয়র আদালতে হাজির হননি। এ কারণে বিচারক তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
এ বিষয়ে মেয়র রমজান আলীর আইনজীবী এ টি এম শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের দায়ের করা মামলায় মেয়র রমজান আলী জামিনে ছিলেন। তিনি বর্তমানে চীনে অবস্থান করছেন। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকায় আদালতে উপস্থিত হতে না পেরে বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মেয়র দেশে আসার পর আদালতে জামিন আবেদন করবেন।’
সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ এপ্রিল) পৌর মেয়র রমজান আলী ব্যক্তিগত সফরে চীন গিয়েছেন। আগামী ১ মে তাঁর দেশে আসার কথা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি এখনো হাতে পাইনি।’

দুর্নীতি মামলায় মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর বিরুদ্ধে পরোয়ানা জরি করেছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এই আদেশ দেন।
দুদকের আইনজীবী আজিজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতির অভিযোগে পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০২২ সালে আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ একাধিকবার পিছিয়েছে।
বর্তমানে আদালতে মামলা তিনটি বিচারাধীন রয়েছে। তিনটি মামলারই শুনানি একই দিন ধার্য করা হয়। আজ রোববার মামলা তিনটির শুনানির ধার্য দিন থাকলেও পৌর মেয়র আদালতে হাজির হননি। এ কারণে বিচারক তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
এ বিষয়ে মেয়র রমজান আলীর আইনজীবী এ টি এম শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের দায়ের করা মামলায় মেয়র রমজান আলী জামিনে ছিলেন। তিনি বর্তমানে চীনে অবস্থান করছেন। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকায় আদালতে উপস্থিত হতে না পেরে বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মেয়র দেশে আসার পর আদালতে জামিন আবেদন করবেন।’
সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ এপ্রিল) পৌর মেয়র রমজান আলী ব্যক্তিগত সফরে চীন গিয়েছেন। আগামী ১ মে তাঁর দেশে আসার কথা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি এখনো হাতে পাইনি।’

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২৫ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৬ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে