নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিল এলাকায় বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিলাসবহুল গাড়ির বিশেষ চেম্বারে লুকানো ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। অভিযানে বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসান মারুফ জানান, গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজনদের গাড়িটিকে প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিকভাবে গাড়িতে কিছু না পেলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পাদানির নিচে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা, আল মামুন (৩২) শেরপুরের নালিতাবাড়ীর বাসিন্দা, ওমর ফারুক (৪৬) চট্টগ্রামের খুলশীর বাসিন্দা এবং তার স্ত্রী তানিয়া (৩২)।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়ির প্যানেলের নিচে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন বলে জানতে পেরেছে অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তদন্তে জানা গেছে, চক্রটি বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করত। তাদের অবৈধ উপার্জিত অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে খাটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রাজধানীর হাতিরঝিল এলাকায় বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিলাসবহুল গাড়ির বিশেষ চেম্বারে লুকানো ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। অভিযানে বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসান মারুফ জানান, গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজনদের গাড়িটিকে প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিকভাবে গাড়িতে কিছু না পেলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পাদানির নিচে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা, আল মামুন (৩২) শেরপুরের নালিতাবাড়ীর বাসিন্দা, ওমর ফারুক (৪৬) চট্টগ্রামের খুলশীর বাসিন্দা এবং তার স্ত্রী তানিয়া (৩২)।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়ির প্যানেলের নিচে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন বলে জানতে পেরেছে অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তদন্তে জানা গেছে, চক্রটি বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করত। তাদের অবৈধ উপার্জিত অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে খাটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।
২৯ মিনিট আগে
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।
৩৩ মিনিট আগে
গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১ ঘণ্টা আগে