
গাজীপুরের শ্রীপুরে অবরোধবিরোধী মিছিল শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে থাকা বিএনপির সভানেত্রী ও তারেক রহমানের ছবিসহ শতাধিক প্লাস্টিকের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ ছাড়া অফিসের সব কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে এলোমেলো করে যায়।
সরেজমিনে দেখা যায়, বিএনপির দলীয় কার্যালয়ের অফিসে শতাধিক প্লাস্টিকের চেয়ার ভেঙেচুরে ফেলে রাখা হয়েছে। এলোপাতাড়িভাবে পড়ে রয়েছে টেবিলের ভাঙা গ্লাস। খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মাটিতে পড়ে রয়েছে। বড় একটি টেবিল ভাঙচুর করে বাইরে ফেলে রাখা হয়েছে। সমস্ত কাগজপত্র ছড়ানো-ছিটানো রয়েছে। অফিসের বড় দুটি কাঠের চেয়ার ভেঙে বাইরে ফেলে রাখা আছে।
দলীয় কার্যালয়ের পিয়ন সজল আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে আওয়ামী লীগের বড় একটি মিছিল শেষে নেতা-কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে এলোপাতাড়ি ভাঙচুর চালায়। এ সময় আমি ভাঙচুরে বাধা দিলে ওরা আমাকে এলোপাতাড়ি চরথাপ্পড় ও লাথি মেরে সরিয়ে দেয়। তাতে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাদের একজন লোক ভিডিও ধারণ করতে গেলে তাঁর মোবাইল ফোন কেড়ে নেয়। অফিসের সমস্ত কিছু ভাঙচুর করেছে ওরা।’
এ বিষয়ে জানতে তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেনি।
তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাজারে মিছিল করেছি। বিএনপির দলীয় কার্যালয় কে বা কারা ভাঙচুর করছে এ বিষয়ে বলতে পারব না। বিএনপির অভিযোগ মিথ্যা।’
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল শেষে টেংরা বাজারের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে অফিসের সব কাগজপত্র ছিঁড়ে ছিটিয়ে এলোমেলো করে ফেলে দেয়। অফিসের পিয়নকে ওরা মারধর করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ পুলিশকে অবহিত করেনি।

গাজীপুরের শ্রীপুরে অবরোধবিরোধী মিছিল শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে থাকা বিএনপির সভানেত্রী ও তারেক রহমানের ছবিসহ শতাধিক প্লাস্টিকের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ ছাড়া অফিসের সব কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে এলোমেলো করে যায়।
সরেজমিনে দেখা যায়, বিএনপির দলীয় কার্যালয়ের অফিসে শতাধিক প্লাস্টিকের চেয়ার ভেঙেচুরে ফেলে রাখা হয়েছে। এলোপাতাড়িভাবে পড়ে রয়েছে টেবিলের ভাঙা গ্লাস। খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মাটিতে পড়ে রয়েছে। বড় একটি টেবিল ভাঙচুর করে বাইরে ফেলে রাখা হয়েছে। সমস্ত কাগজপত্র ছড়ানো-ছিটানো রয়েছে। অফিসের বড় দুটি কাঠের চেয়ার ভেঙে বাইরে ফেলে রাখা আছে।
দলীয় কার্যালয়ের পিয়ন সজল আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে আওয়ামী লীগের বড় একটি মিছিল শেষে নেতা-কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে এলোপাতাড়ি ভাঙচুর চালায়। এ সময় আমি ভাঙচুরে বাধা দিলে ওরা আমাকে এলোপাতাড়ি চরথাপ্পড় ও লাথি মেরে সরিয়ে দেয়। তাতে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাদের একজন লোক ভিডিও ধারণ করতে গেলে তাঁর মোবাইল ফোন কেড়ে নেয়। অফিসের সমস্ত কিছু ভাঙচুর করেছে ওরা।’
এ বিষয়ে জানতে তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেনি।
তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাজারে মিছিল করেছি। বিএনপির দলীয় কার্যালয় কে বা কারা ভাঙচুর করছে এ বিষয়ে বলতে পারব না। বিএনপির অভিযোগ মিথ্যা।’
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল শেষে টেংরা বাজারের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে অফিসের সব কাগজপত্র ছিঁড়ে ছিটিয়ে এলোমেলো করে ফেলে দেয়। অফিসের পিয়নকে ওরা মারধর করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ পুলিশকে অবহিত করেনি।

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক না রেখে রোগীদের সঙ্গে প্রতারণা ও লাইসেন্স না থাকায় ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন জোটের শরিককে ছেড়ে দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন।
২৬ মিনিট আগে
প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
১ ঘণ্টা আগে