নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ষোলো বছরের বেশি কোনো ব্যক্তি বাসা হতে নিখোঁজ হয়েছে এমন তথ্য পাওয়া গেলে কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলে এ সংক্রান্ত সব তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণের পর উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘১৬ বছরের বেশি কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে এমন কোনো তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে এ সংক্রান্ত সকল তথ্য পুলিশের সিটিটিসি ইউনিটকে অবহিত করতে হবে। যদি কারও সন্তান হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, তাহলে তার বিষয়ে দ্রুত থানায় জানাতে হবে।’
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘দেশে লকডাউন শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’
আফগানিস্তানে চলমান পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে জানিয়ে গত মঙ্গলবার জনসাধারণের উদ্দেশে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের কারও সন্তান কিংবা ছাত্র হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলে তার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করুন।’
মো. শফিকুল ইসলাম আরও বলেন, ‘এই ঢেউ উপমহাদেশসহ সব দেশেই লাগবে। তাই এ ব্যাপারে অভিভাবক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রত্যেকের সহযোগিতা করা উচিত।’

ষোলো বছরের বেশি কোনো ব্যক্তি বাসা হতে নিখোঁজ হয়েছে এমন তথ্য পাওয়া গেলে কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলে এ সংক্রান্ত সব তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণের পর উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘১৬ বছরের বেশি কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে এমন কোনো তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে এ সংক্রান্ত সকল তথ্য পুলিশের সিটিটিসি ইউনিটকে অবহিত করতে হবে। যদি কারও সন্তান হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, তাহলে তার বিষয়ে দ্রুত থানায় জানাতে হবে।’
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘দেশে লকডাউন শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’
আফগানিস্তানে চলমান পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে জানিয়ে গত মঙ্গলবার জনসাধারণের উদ্দেশে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের কারও সন্তান কিংবা ছাত্র হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলে তার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করুন।’
মো. শফিকুল ইসলাম আরও বলেন, ‘এই ঢেউ উপমহাদেশসহ সব দেশেই লাগবে। তাই এ ব্যাপারে অভিভাবক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রত্যেকের সহযোগিতা করা উচিত।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে