Ajker Patrika

মধুপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মধুপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক শামীমের (৪৫) মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন। আজ শনিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

সংবাদপত্রের বিপণনকর্মী মো. আব্দুল হাকিম জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মাহি পরিবহনের একটি বাস ও ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আরেকটি বাস রাস্তার পাশে ছিটকে পড়ে। 

মধুপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীদের নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সময় উভয় বাসের ২৫ জন যাত্রীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উদ্ধার শুরুর আগেও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। তারাও কয়েকজনকে চিকিৎসাকেন্দ্রে পাঠিয়েছেন। 

মধুপুরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত ২৭ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে প্রান্তিক পরিবহনের চালক শামীমের অবস্থা আশঙ্কাজনক ছিল। 

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি মধুপুর শাখার সাধারণ সম্পাদক বাবুরাজ বলেন, প্রান্তিক বাসের চালক আহত শামীমকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইছাপুর এলাকায়ই তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত