নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। আর এর জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২১ হাজার জনবল নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দুই সিটির মেয়র মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন দুই মেয়র।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য আজ সাড়ে তিন শতাধিক যান ও যন্ত্রপাতি কাজ করবে। পাশাপাশি বর্জ্য অপসারণে ১০ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। আগামীকালও তাঁরা কাজ করবেন। তবে আমি নগরবাসীকে অনুরোধ করব, তৃতীয় দিনে যাতে তাঁরা কোরবানি না দেন। দুই দিনের মধ্যেই তা শেষ করেন। গতবারের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য পরিষ্কার পরিষ্কার করা হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন আমাদের এলাকাবাসী। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। বর্জ্য অপসারণের জন্য আমাদের ২১ হাজার জনবল কাজ করবে। আমাদের কন্ট্রোলরুম আছে, সেখানকার নম্বরে কল দিলে সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে তা পরিষ্কার করবে।’
এদিকে ডেঙ্গু প্রসঙ্গে মেয়র আতিক বলেন, ‘অনেকেই কোরবানি দিয়ে বাড়ি চলে যাবেন। আমি তাঁদের অনুরোধ করব, ঘরের কোনো পাত্রে যাতে পানি জমতে না পারে, সে জন্য সেগুলো উল্টে রেখে যাবেন। বাড়ির ছাদে ও সামনে যেকোনো পাত্রে পানি জমতে পারে, সেগুলো উল্টে রেখে যাবেন। এখন ডেঙ্গুর প্রকোপ চলছে, আমরা সবাই যাতে সচেতন থাকি।’

নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। আর এর জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২১ হাজার জনবল নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দুই সিটির মেয়র মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন দুই মেয়র।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য আজ সাড়ে তিন শতাধিক যান ও যন্ত্রপাতি কাজ করবে। পাশাপাশি বর্জ্য অপসারণে ১০ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। আগামীকালও তাঁরা কাজ করবেন। তবে আমি নগরবাসীকে অনুরোধ করব, তৃতীয় দিনে যাতে তাঁরা কোরবানি না দেন। দুই দিনের মধ্যেই তা শেষ করেন। গতবারের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য পরিষ্কার পরিষ্কার করা হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন আমাদের এলাকাবাসী। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। বর্জ্য অপসারণের জন্য আমাদের ২১ হাজার জনবল কাজ করবে। আমাদের কন্ট্রোলরুম আছে, সেখানকার নম্বরে কল দিলে সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে তা পরিষ্কার করবে।’
এদিকে ডেঙ্গু প্রসঙ্গে মেয়র আতিক বলেন, ‘অনেকেই কোরবানি দিয়ে বাড়ি চলে যাবেন। আমি তাঁদের অনুরোধ করব, ঘরের কোনো পাত্রে যাতে পানি জমতে না পারে, সে জন্য সেগুলো উল্টে রেখে যাবেন। বাড়ির ছাদে ও সামনে যেকোনো পাত্রে পানি জমতে পারে, সেগুলো উল্টে রেখে যাবেন। এখন ডেঙ্গুর প্রকোপ চলছে, আমরা সবাই যাতে সচেতন থাকি।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৮ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৮ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে