নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। আর এর জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২১ হাজার জনবল নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দুই সিটির মেয়র মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন দুই মেয়র।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য আজ সাড়ে তিন শতাধিক যান ও যন্ত্রপাতি কাজ করবে। পাশাপাশি বর্জ্য অপসারণে ১০ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। আগামীকালও তাঁরা কাজ করবেন। তবে আমি নগরবাসীকে অনুরোধ করব, তৃতীয় দিনে যাতে তাঁরা কোরবানি না দেন। দুই দিনের মধ্যেই তা শেষ করেন। গতবারের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য পরিষ্কার পরিষ্কার করা হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন আমাদের এলাকাবাসী। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। বর্জ্য অপসারণের জন্য আমাদের ২১ হাজার জনবল কাজ করবে। আমাদের কন্ট্রোলরুম আছে, সেখানকার নম্বরে কল দিলে সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে তা পরিষ্কার করবে।’
এদিকে ডেঙ্গু প্রসঙ্গে মেয়র আতিক বলেন, ‘অনেকেই কোরবানি দিয়ে বাড়ি চলে যাবেন। আমি তাঁদের অনুরোধ করব, ঘরের কোনো পাত্রে যাতে পানি জমতে না পারে, সে জন্য সেগুলো উল্টে রেখে যাবেন। বাড়ির ছাদে ও সামনে যেকোনো পাত্রে পানি জমতে পারে, সেগুলো উল্টে রেখে যাবেন। এখন ডেঙ্গুর প্রকোপ চলছে, আমরা সবাই যাতে সচেতন থাকি।’

নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। আর এর জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২১ হাজার জনবল নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দুই সিটির মেয়র মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন দুই মেয়র।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য আজ সাড়ে তিন শতাধিক যান ও যন্ত্রপাতি কাজ করবে। পাশাপাশি বর্জ্য অপসারণে ১০ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। আগামীকালও তাঁরা কাজ করবেন। তবে আমি নগরবাসীকে অনুরোধ করব, তৃতীয় দিনে যাতে তাঁরা কোরবানি না দেন। দুই দিনের মধ্যেই তা শেষ করেন। গতবারের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য পরিষ্কার পরিষ্কার করা হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন আমাদের এলাকাবাসী। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। বর্জ্য অপসারণের জন্য আমাদের ২১ হাজার জনবল কাজ করবে। আমাদের কন্ট্রোলরুম আছে, সেখানকার নম্বরে কল দিলে সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে তা পরিষ্কার করবে।’
এদিকে ডেঙ্গু প্রসঙ্গে মেয়র আতিক বলেন, ‘অনেকেই কোরবানি দিয়ে বাড়ি চলে যাবেন। আমি তাঁদের অনুরোধ করব, ঘরের কোনো পাত্রে যাতে পানি জমতে না পারে, সে জন্য সেগুলো উল্টে রেখে যাবেন। বাড়ির ছাদে ও সামনে যেকোনো পাত্রে পানি জমতে পারে, সেগুলো উল্টে রেখে যাবেন। এখন ডেঙ্গুর প্রকোপ চলছে, আমরা সবাই যাতে সচেতন থাকি।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৬ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে