নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার লাকসাম উপজেলায় আওয়ামী লীগের সব চেয়ারম্যান পদপ্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ঘটনার ব্যাখ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বললেন, সেটি তাঁর নির্বাচনী এলাকা। ওই এলাকার মানুষ তাঁকে খুব পছন্দ করেন। তাই তাঁর দেওয়া প্রার্থীদের বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।
আজ রোববার কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত কার্যকর স্থানীয় সরকার জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
চলমান স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও নানা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘গণতন্ত্র শতভাগ ত্রুটিহীন শাসনব্যবস্থা নয়। গণতন্ত্রে কিছু ত্রুটি থাকবেই।’
নিজ নির্বাচনী এলাকায় (কুমিল্লার লাকসাম উপজেলা) সব চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়া প্রসঙ্গে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আমি চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক। কিন্তু বিএনপি নির্বাচনে না আসায় সেটা হয়নি। সেখানের লোকেরা আমাকে খুব পছন্দ করে, তাঁদেরও আমি পছন্দ করি। এ কারণে আমার দেওয়া প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি।’
গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সভাপতি অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমানের সভাপতিত্বে কনভেনশনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোমেন। এ ছাড়া বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর জিয়াউল করিম, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, সাংসদ আরমা দত্ত প্রমুখ।
মন্ত্রী তাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘যে শাসনব্যবস্থায় সব ঠিক থাকে, সেটা তো স্বৈরতন্ত্র। সঠিক মানের গণতন্ত্র অর্জন করতে আমাদের আরও সময় লাগবে। আমার মনে হয়, আমরা যদি আমাদের দুর্বলতাগুলো বের করতে পারি এবং সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে।’
সভাপতির বক্তব্যে ড. খলীকুজ্জমান বলেন, ‘কার্যকর স্থানীয় সরকার নিশ্চিত করতে হলে জবাবদিহির বিকল্প নেই।’

সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার লাকসাম উপজেলায় আওয়ামী লীগের সব চেয়ারম্যান পদপ্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ঘটনার ব্যাখ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বললেন, সেটি তাঁর নির্বাচনী এলাকা। ওই এলাকার মানুষ তাঁকে খুব পছন্দ করেন। তাই তাঁর দেওয়া প্রার্থীদের বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।
আজ রোববার কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত কার্যকর স্থানীয় সরকার জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
চলমান স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও নানা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘গণতন্ত্র শতভাগ ত্রুটিহীন শাসনব্যবস্থা নয়। গণতন্ত্রে কিছু ত্রুটি থাকবেই।’
নিজ নির্বাচনী এলাকায় (কুমিল্লার লাকসাম উপজেলা) সব চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়া প্রসঙ্গে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আমি চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক। কিন্তু বিএনপি নির্বাচনে না আসায় সেটা হয়নি। সেখানের লোকেরা আমাকে খুব পছন্দ করে, তাঁদেরও আমি পছন্দ করি। এ কারণে আমার দেওয়া প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি।’
গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সভাপতি অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমানের সভাপতিত্বে কনভেনশনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোমেন। এ ছাড়া বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর জিয়াউল করিম, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, সাংসদ আরমা দত্ত প্রমুখ।
মন্ত্রী তাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘যে শাসনব্যবস্থায় সব ঠিক থাকে, সেটা তো স্বৈরতন্ত্র। সঠিক মানের গণতন্ত্র অর্জন করতে আমাদের আরও সময় লাগবে। আমার মনে হয়, আমরা যদি আমাদের দুর্বলতাগুলো বের করতে পারি এবং সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে।’
সভাপতির বক্তব্যে ড. খলীকুজ্জমান বলেন, ‘কার্যকর স্থানীয় সরকার নিশ্চিত করতে হলে জবাবদিহির বিকল্প নেই।’

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫) নামে এক প্রবীণ স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার নলছাটা এলাকায় টঙ্গী-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগে
আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাঁর দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান ওই শিক্ষা
২১ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে