নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বের উন্নত শহরগুলোর মতো এবার ঢাকার মিরপুর কলেজের সামনে পথচারী পারাপারের সিগন্যাল লাইট সিস্টেম পরীক্ষামূলক চালু করা হয়েছে। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় মিরপুরে পরীক্ষামূলকভাবে চালু হলো এই ‘নিরাপদ পথচারী পারাপার’ পাইলট প্রকল্প।
আজ বৃহস্পতিবার মিরপুর-২ এলাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে স্থাপিত এই পরীক্ষামূলক প্রকল্প এলাকা পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।
ডিএমপির ট্রাফিক বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এ কার্যক্রম প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এবং আগামী ৮ মে পর্যন্ত কার্যকর থাকবে। আধুনিক সিগন্যাল লাইটসহ জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ তৈরি হয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার সরওয়ার জাইকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে পথচারীদের নিরাপদ পারাপার ও যানজট হ্রাসের লক্ষ্যপূরণে পদক্ষেপ নেওয়া হয়েছে। সফল হলে রাজধানীর গুরুত্বপূর্ণ সব ক্রসিংয়ে এ ধরনের আধুনিক সিগন্যাল সিস্টেম চালু করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস, সংশ্লিষ্ট কর্মকর্তারা ও জাইকার প্রতিনিধিরা।
রাস্তা পার হওয়া অমিত নামের এক চাকরিজীবী বলেন, ‘উন্নত দেশে সবাই এভাবেই রাস্তা পার হয়, এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক কম থাকে। আমাদের দেশে এই ব্যবস্থা আরও আগে চালু হওয়া উচিত ছিল। তবে সমস্যা হলো—আমরা পথচারীরাই নিয়ম মানি না, যে যার মতো চলি।’

বিশ্বের উন্নত শহরগুলোর মতো এবার ঢাকার মিরপুর কলেজের সামনে পথচারী পারাপারের সিগন্যাল লাইট সিস্টেম পরীক্ষামূলক চালু করা হয়েছে। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় মিরপুরে পরীক্ষামূলকভাবে চালু হলো এই ‘নিরাপদ পথচারী পারাপার’ পাইলট প্রকল্প।
আজ বৃহস্পতিবার মিরপুর-২ এলাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে স্থাপিত এই পরীক্ষামূলক প্রকল্প এলাকা পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।
ডিএমপির ট্রাফিক বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এ কার্যক্রম প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এবং আগামী ৮ মে পর্যন্ত কার্যকর থাকবে। আধুনিক সিগন্যাল লাইটসহ জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ তৈরি হয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার সরওয়ার জাইকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে পথচারীদের নিরাপদ পারাপার ও যানজট হ্রাসের লক্ষ্যপূরণে পদক্ষেপ নেওয়া হয়েছে। সফল হলে রাজধানীর গুরুত্বপূর্ণ সব ক্রসিংয়ে এ ধরনের আধুনিক সিগন্যাল সিস্টেম চালু করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস, সংশ্লিষ্ট কর্মকর্তারা ও জাইকার প্রতিনিধিরা।
রাস্তা পার হওয়া অমিত নামের এক চাকরিজীবী বলেন, ‘উন্নত দেশে সবাই এভাবেই রাস্তা পার হয়, এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক কম থাকে। আমাদের দেশে এই ব্যবস্থা আরও আগে চালু হওয়া উচিত ছিল। তবে সমস্যা হলো—আমরা পথচারীরাই নিয়ম মানি না, যে যার মতো চলি।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে