সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে জামায়াতের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম (৬৫), আশুলিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন (৪৪), আশুলিয়ার ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বকর সিদ্দিক (৪৭), ৭ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ (৩৩), ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মো. জয়নাল আবেদীন (৫৭) ও ৭ নম্বর ওয়ার্ডের কর্মী মিজানুর রহমান (৩৭)।
আশুলিয়া থানা-পুলিশ বলছে, গত সোমবার সকাল ৬টার দিকে আশুলিয়ার জিরাব এলাকায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে গাড়ি ভাঙচুর করে জামায়াতের আশুলিয়া থানা কমিটি। সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটার খবর পেয়ে হাজির হয় পুলিশ। পুলিশ উপস্থিত হলে ১টি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। পরে মঙ্গলবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা জামায়াতের নেতা-কর্মীদের আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিক্ষোভস্থলে অভিযান চালিয়ে বিক্ষোভ সমাবেশের ব্যানার,১টি বিস্ফোরিত ককটেলের অংশ,৪টি স্প্লিন্টার,১টি টিনের জর্দার কৌটা, পোড়া স্কচটেপ ও গাড়ির ভাঙা গ্লাসের টুকরা উদ্ধার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশের দুই সদস্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ঢাকার আশুলিয়ায় গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে জামায়াতের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম (৬৫), আশুলিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন (৪৪), আশুলিয়ার ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বকর সিদ্দিক (৪৭), ৭ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ (৩৩), ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মো. জয়নাল আবেদীন (৫৭) ও ৭ নম্বর ওয়ার্ডের কর্মী মিজানুর রহমান (৩৭)।
আশুলিয়া থানা-পুলিশ বলছে, গত সোমবার সকাল ৬টার দিকে আশুলিয়ার জিরাব এলাকায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে গাড়ি ভাঙচুর করে জামায়াতের আশুলিয়া থানা কমিটি। সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটার খবর পেয়ে হাজির হয় পুলিশ। পুলিশ উপস্থিত হলে ১টি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। পরে মঙ্গলবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা জামায়াতের নেতা-কর্মীদের আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিক্ষোভস্থলে অভিযান চালিয়ে বিক্ষোভ সমাবেশের ব্যানার,১টি বিস্ফোরিত ককটেলের অংশ,৪টি স্প্লিন্টার,১টি টিনের জর্দার কৌটা, পোড়া স্কচটেপ ও গাড়ির ভাঙা গ্লাসের টুকরা উদ্ধার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশের দুই সদস্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২৭ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে