নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘মাহবুব তালুকদার নির্বাচন কমিশনকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা কথা বলেন, তাঁর আলাদা কোনো এজেন্ডা আছে। মাহবুব তালুকদার মিডিয়ার উদ্দেশ্যে কিছু কথা ছুড়ে দেন আর মিডিয়া সেটা নিয়ে নেমে পড়ে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কর্মশালায় ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধের জটিলতা নিরসন বিষয়ে আলোচনা করা হয়।
নির্বাচনে সহিংসতার দায় অস্বীকার করে সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে ৭০ শতাংশ ভোট পড়ে না। যে সমস্ত সহিংসতা হয়েছে, সেগুলো কেন্দ্রের বাইরে হয়েছে। এর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দায়ী।’
এর আগে কর্মশালায় নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা দুই বছর আগে এই উদ্যোগ নিয়েছিলাম এবং প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সে সময় তা বাস্তবায়িত হয়নি। এটা একটা চ্যালেঞ্জিং কাজ। আমি জানি আমরা কাজটি শেষ করতে পারব না। কিন্তু আমরা কাজটি শুরু করে দিলাম। পরবর্তী সময়ে যাঁরা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন, তাঁরা যদি আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করেন, তাহলে তাঁদের জন্য সহজ হবে।’
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের আইডেনটিটির প্রথম শর্ত। পিছিয়ে পড়া যেসব মানুষ পিতামাতার পরিচয়হীনতার কারণে জাতীয় পরিচয়পত্র করতে পারেন না, তাঁদের অন্তর্ভুক্ত করতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে সব শ্রেণি-পেশার মানুষকে সমান গুরুত্ব দিতে হবে।’
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘সংবিধানের অনেক ধারাই বাস্তবতার সঙ্গে মেলে না। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সবকিছুই বাদ দিতে হবে। যার পিতৃ-মাতৃ পরিচয় নেই, তার মানবাধিকারও নেই।’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘মাহবুব তালুকদার নির্বাচন কমিশনকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা কথা বলেন, তাঁর আলাদা কোনো এজেন্ডা আছে। মাহবুব তালুকদার মিডিয়ার উদ্দেশ্যে কিছু কথা ছুড়ে দেন আর মিডিয়া সেটা নিয়ে নেমে পড়ে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কর্মশালায় ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধের জটিলতা নিরসন বিষয়ে আলোচনা করা হয়।
নির্বাচনে সহিংসতার দায় অস্বীকার করে সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে ৭০ শতাংশ ভোট পড়ে না। যে সমস্ত সহিংসতা হয়েছে, সেগুলো কেন্দ্রের বাইরে হয়েছে। এর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দায়ী।’
এর আগে কর্মশালায় নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা দুই বছর আগে এই উদ্যোগ নিয়েছিলাম এবং প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সে সময় তা বাস্তবায়িত হয়নি। এটা একটা চ্যালেঞ্জিং কাজ। আমি জানি আমরা কাজটি শেষ করতে পারব না। কিন্তু আমরা কাজটি শুরু করে দিলাম। পরবর্তী সময়ে যাঁরা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন, তাঁরা যদি আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করেন, তাহলে তাঁদের জন্য সহজ হবে।’
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের আইডেনটিটির প্রথম শর্ত। পিছিয়ে পড়া যেসব মানুষ পিতামাতার পরিচয়হীনতার কারণে জাতীয় পরিচয়পত্র করতে পারেন না, তাঁদের অন্তর্ভুক্ত করতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে সব শ্রেণি-পেশার মানুষকে সমান গুরুত্ব দিতে হবে।’
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘সংবিধানের অনেক ধারাই বাস্তবতার সঙ্গে মেলে না। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সবকিছুই বাদ দিতে হবে। যার পিতৃ-মাতৃ পরিচয় নেই, তার মানবাধিকারও নেই।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২০ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে