কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে আবদুস শহীদ সভাপতি ও বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ৬১০ জন ভোটারের মধ্যে ৫৬৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এস এম মাহবুবুর রহমান।
নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে সভাপতিসহ মোট নয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে ১২ বারের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম শহীদ টানা দ্বিতীয়বারের মতো সভাপতি এবং মো. আমিনুল ইসলাম রতন টানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. আব্দুর রাশিদ ভূঞা ও মুফতী মো. জাকির খান, সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং কার্যকরী সদস্য পদে মোশারফ হোসেন, মো. সিরাজুল ইসলাম ভূইয়া, মো. ওমর ফারুক আওয়াল, রফিকুল ইসলাম রফিক ও আছমা আক্তার।
অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসাধারণ সম্পাদক জুনায়েদ কায়সার বাপ্পি, লাইব্রেরি সম্পাদক রায়হান মিয়া, সাংস্কৃতিক সম্পাদক এ. এম. ছাজ্জাদুল হক এবং অডিটর শাখাওয়াত হোসেন।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে আবদুস শহীদ সভাপতি ও বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ৬১০ জন ভোটারের মধ্যে ৫৬৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এস এম মাহবুবুর রহমান।
নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে সভাপতিসহ মোট নয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে ১২ বারের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম শহীদ টানা দ্বিতীয়বারের মতো সভাপতি এবং মো. আমিনুল ইসলাম রতন টানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. আব্দুর রাশিদ ভূঞা ও মুফতী মো. জাকির খান, সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং কার্যকরী সদস্য পদে মোশারফ হোসেন, মো. সিরাজুল ইসলাম ভূইয়া, মো. ওমর ফারুক আওয়াল, রফিকুল ইসলাম রফিক ও আছমা আক্তার।
অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসাধারণ সম্পাদক জুনায়েদ কায়সার বাপ্পি, লাইব্রেরি সম্পাদক রায়হান মিয়া, সাংস্কৃতিক সম্পাদক এ. এম. ছাজ্জাদুল হক এবং অডিটর শাখাওয়াত হোসেন।

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২২ মিনিট আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২৭ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
৩০ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
৩৪ মিনিট আগে