
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খোরশেদ মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন।
নিহত খোরশেদ মিয়া ভৈরব উপজেলার মধ্যের চর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি অটোরিকশার চালক ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে নরসিংদী থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। পথে মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক আসা বারৈচাগামী অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত হন। এ সময় অটোরিকশার আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
অন্যদিকে, ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ যানজট নিরসনে কাজ শুরু করে। পরে সকাল ৯টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী মো. হারুন বলেন, ভৈরবগামী পিকআপ ভ্যানের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এতে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত হন। শুধু তাই নয়, অটোরিকশায় থাকা আরও এক যাত্রীর দুই পা ভেঙে গেছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠায়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নুর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছি। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসি। তবে ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

জামায়াতের চোখ ফোটাল বিএনপি, এমপি থেকে মন্ত্রীও বানানো হয়েছিল, এখন তারাই আবার বিএনপিকে ভয় দেখায়। এরা আওয়ামী লীগের চেয়েও বেশি ভয়ংকর।
১ সেকেন্ড আগে
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতির স্মরণে নির্মিত ‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ তোরণটি ভেঙে ফেলা হয়েছে। গতকাল বুধবার উপজেলার মাহমুদাবাদ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মীরা এক্সকাভেটর দিয়ে তোরণটি ভেঙে ফেলেন।
২১ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে অপহরণের শিকার গেগেনার ত্রিপুরা (৪৫) নামে এক রিকশাচালককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর একটি ঘর থেকে শিকল বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়।
৪৪ মিনিট আগে
দুর্নীতি ও অশালীন আচরণের অভিযোগ তুলে নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ ও এক প্রশিক্ষককে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে পদত্যাগপত্র লিখে অধ্যক্ষ ও প্রশিক্ষকের স্বাক্ষর নেন তাঁরা। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে