নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা বৃষ্টির মধ্যে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর বেলা পর্যন্ত বিদ্যুতহীন হয়ে পড়ে রাজধানীর একাশং। তবে গরম না থাকলেও হুট করে টানা চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সমালোচনা করেছে।
জানা যায়, বিদ্যুতের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত আমিনবাজারের একটি সাবস্টেশনে কারিগরি ত্রুটির কারণে সাভারসহ ঢাকার একটি অংশে বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। যেসব এলাকা বিদ্যুৎবিহীন ছিল তার মধ্যে আছে টঙ্গী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বসুন্ধরা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাত মসজিদ রোড, খিলক্ষেত, বাড্ডা, গুলশান, পল্লবী, কাফরুল, রূপনগর, ইব্রাহিমপুর, আগারগাঁও, মণিপুর ও কল্যাণপুর।
মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা তানিম হোসেন বলেন, ‘রাত ১ টার পর বিদ্যুৎ চলে যায়। এরপর ভোরে ঘুম ভেঙে দেখি তখনো আসেনি।’
মোহাম্মদপুরের বাসিন্দা পার্থ সাহা বলেন, ‘১ টার পর থেকে ভোর ৫ টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না জেনেছি। রাতে ঘুমানোর সময় ছিল না। পরে শুনেছি ৫টায় এসেছে।’
ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে আমিন বাজারে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের একটি ৪০০ কেভি সাবস্টেশনে কারিগরি সমস্যা দেখা দেয়।
পিজিসিবি জানিয়েছে, আমিনবাজার সাবস্টেশনের বাস কাপলার সিটিতে সমস্যা দেখা দেয় জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত ডিপিডিসিও ডেসকো কমপক্ষে চার থেকে পাঁচটি সাবস্টেশন ট্রিপ করে যায়। এক জেরে হঠাৎ করে মধ্যরাতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) এসএম ওয়াজেদ আলী সরদার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে আমিন বাজারের একটি সাবস্টেশনে সমস্যা দেখা দেয়। ফলে বিদ্যুৎ সরবরাহ প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। এখন বিদ্যুৎ সরবরাহ সরবরাহ সব জায়গায় পুনরায় দেওয়া হচ্ছে।
ডিপিডিসি ও ডেসকো জানিয়েছে, গতকাল রাত পাঁচটার দিকে বিকল্প ব্যবস্থায় টঙ্গী ও লালবাগ সাবস্টেশন থেকে বিদ্যুৎ এনে পুনরায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। তবে এখনো বিদ্যুৎ সরবরাহ ওসব এলাকায় স্বাভাবিক অবস্থায় ফেরেনি বলে জানিয়েছেন এই দুই সংস্থার কর্মকর্তারা।

টানা বৃষ্টির মধ্যে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর বেলা পর্যন্ত বিদ্যুতহীন হয়ে পড়ে রাজধানীর একাশং। তবে গরম না থাকলেও হুট করে টানা চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সমালোচনা করেছে।
জানা যায়, বিদ্যুতের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত আমিনবাজারের একটি সাবস্টেশনে কারিগরি ত্রুটির কারণে সাভারসহ ঢাকার একটি অংশে বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। যেসব এলাকা বিদ্যুৎবিহীন ছিল তার মধ্যে আছে টঙ্গী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বসুন্ধরা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাত মসজিদ রোড, খিলক্ষেত, বাড্ডা, গুলশান, পল্লবী, কাফরুল, রূপনগর, ইব্রাহিমপুর, আগারগাঁও, মণিপুর ও কল্যাণপুর।
মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা তানিম হোসেন বলেন, ‘রাত ১ টার পর বিদ্যুৎ চলে যায়। এরপর ভোরে ঘুম ভেঙে দেখি তখনো আসেনি।’
মোহাম্মদপুরের বাসিন্দা পার্থ সাহা বলেন, ‘১ টার পর থেকে ভোর ৫ টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না জেনেছি। রাতে ঘুমানোর সময় ছিল না। পরে শুনেছি ৫টায় এসেছে।’
ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে আমিন বাজারে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের একটি ৪০০ কেভি সাবস্টেশনে কারিগরি সমস্যা দেখা দেয়।
পিজিসিবি জানিয়েছে, আমিনবাজার সাবস্টেশনের বাস কাপলার সিটিতে সমস্যা দেখা দেয় জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত ডিপিডিসিও ডেসকো কমপক্ষে চার থেকে পাঁচটি সাবস্টেশন ট্রিপ করে যায়। এক জেরে হঠাৎ করে মধ্যরাতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) এসএম ওয়াজেদ আলী সরদার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে আমিন বাজারের একটি সাবস্টেশনে সমস্যা দেখা দেয়। ফলে বিদ্যুৎ সরবরাহ প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। এখন বিদ্যুৎ সরবরাহ সরবরাহ সব জায়গায় পুনরায় দেওয়া হচ্ছে।
ডিপিডিসি ও ডেসকো জানিয়েছে, গতকাল রাত পাঁচটার দিকে বিকল্প ব্যবস্থায় টঙ্গী ও লালবাগ সাবস্টেশন থেকে বিদ্যুৎ এনে পুনরায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। তবে এখনো বিদ্যুৎ সরবরাহ ওসব এলাকায় স্বাভাবিক অবস্থায় ফেরেনি বলে জানিয়েছেন এই দুই সংস্থার কর্মকর্তারা।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে