ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় নালা থেকে যুবক জনি সরকারের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের লালখা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় জনি সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর জনির বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জনির বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮)। তাঁরা সপরিবারে ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় দুলালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে করুনা ও অনিতা ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জনি সরকার মাদকাসক্ত ও বখাটে স্বভাবের ছিলেন। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত জনি সরকার তাঁর বাবা-মাকে চাপ দিতেন এবং মারধর করতেন।
গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে শরিফুল ইসলাম জানান, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে জনি সরকার ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তাঁকে তাঁর বাবা প্রথমে রুটি তৈরির কাঠের বেলন দিয়ে মাথায় ও মুখে আঘাত করেন। এতে জনি অচেতন হয়ে পড়লে তাঁকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন। পরে রাত ২টার দিকে হাত-পা বেঁধে একটি বস্তায় ভরে তাঁর বাবা নিজেই মাথায় করে গলির ড্রেনে ফেলে রেখে আসেন।
পুলিশ লাশ উদ্ধারের পর নিহত জনির বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত নেমে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ দেখে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর বাবা ও মায়ের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় নালা থেকে যুবক জনি সরকারের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের লালখা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় জনি সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর জনির বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জনির বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮)। তাঁরা সপরিবারে ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় দুলালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে করুনা ও অনিতা ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জনি সরকার মাদকাসক্ত ও বখাটে স্বভাবের ছিলেন। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত জনি সরকার তাঁর বাবা-মাকে চাপ দিতেন এবং মারধর করতেন।
গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে শরিফুল ইসলাম জানান, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে জনি সরকার ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তাঁকে তাঁর বাবা প্রথমে রুটি তৈরির কাঠের বেলন দিয়ে মাথায় ও মুখে আঘাত করেন। এতে জনি অচেতন হয়ে পড়লে তাঁকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন। পরে রাত ২টার দিকে হাত-পা বেঁধে একটি বস্তায় ভরে তাঁর বাবা নিজেই মাথায় করে গলির ড্রেনে ফেলে রেখে আসেন।
পুলিশ লাশ উদ্ধারের পর নিহত জনির বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত নেমে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ দেখে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর বাবা ও মায়ের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
২ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৩ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৩ ঘণ্টা আগে