ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় নালা থেকে যুবক জনি সরকারের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের লালখা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় জনি সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর জনির বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জনির বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮)। তাঁরা সপরিবারে ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় দুলালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে করুনা ও অনিতা ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জনি সরকার মাদকাসক্ত ও বখাটে স্বভাবের ছিলেন। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত জনি সরকার তাঁর বাবা-মাকে চাপ দিতেন এবং মারধর করতেন।
গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে শরিফুল ইসলাম জানান, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে জনি সরকার ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তাঁকে তাঁর বাবা প্রথমে রুটি তৈরির কাঠের বেলন দিয়ে মাথায় ও মুখে আঘাত করেন। এতে জনি অচেতন হয়ে পড়লে তাঁকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন। পরে রাত ২টার দিকে হাত-পা বেঁধে একটি বস্তায় ভরে তাঁর বাবা নিজেই মাথায় করে গলির ড্রেনে ফেলে রেখে আসেন।
পুলিশ লাশ উদ্ধারের পর নিহত জনির বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত নেমে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ দেখে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর বাবা ও মায়ের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় নালা থেকে যুবক জনি সরকারের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের লালখা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় জনি সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর জনির বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জনির বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮)। তাঁরা সপরিবারে ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় দুলালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে করুনা ও অনিতা ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জনি সরকার মাদকাসক্ত ও বখাটে স্বভাবের ছিলেন। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত জনি সরকার তাঁর বাবা-মাকে চাপ দিতেন এবং মারধর করতেন।
গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে শরিফুল ইসলাম জানান, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে জনি সরকার ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তাঁকে তাঁর বাবা প্রথমে রুটি তৈরির কাঠের বেলন দিয়ে মাথায় ও মুখে আঘাত করেন। এতে জনি অচেতন হয়ে পড়লে তাঁকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন। পরে রাত ২টার দিকে হাত-পা বেঁধে একটি বস্তায় ভরে তাঁর বাবা নিজেই মাথায় করে গলির ড্রেনে ফেলে রেখে আসেন।
পুলিশ লাশ উদ্ধারের পর নিহত জনির বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত নেমে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ দেখে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর বাবা ও মায়ের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২১ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে