নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য টোল নির্ধারণ করেছে সরকার। চার ক্যাটাগরিতে যানবাহনের কাছ থেকে এই টোল আদায় করা হবে। মূল এক্সপ্রেসওয়ে উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত হলেও এই টোল কার্যকর হবে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত। আজ রোববার সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, চার ক্যাটাগরিতে (শ্রেণি) টোল আদায় হবে। ‘ক্যাটাগরি-১–এ কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা; ক্যাটাগরি-২–এ মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা; ক্যাটাগরি-৩–এ ট্রাক (৬ চাকার বেশি) ৪০০ টাকা; ক্যাটাগরি-৪–এ সব ধরনের বাস (১৬ সিট বা তার বেশি) ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানিয়েছিলেন আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার উত্তরা (কাওলা) থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করা হবে। র্যাম্পসহ এর মোট দৈর্ঘ্য ২২ দশমিক ৫ কিলোমিটার। এই অংশে মোট ১৫টি র্যাম্পের মধ্যে ১৩টি র্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। এতে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত যেতে সময় লাগবে ১০ মিনিট।
মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়েতে কোনো থ্রি হুইলার, মোটরসাইকেল, বাইসাইকেল ও পথচারী চলাচল করতে পারবে না।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্পগুলো উদ্বোধনের সময় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এ প্রকল্পগুলো নাগরিকদের প্রয়োজনীয় সুবিধা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য টোল নির্ধারণ করেছে সরকার। চার ক্যাটাগরিতে যানবাহনের কাছ থেকে এই টোল আদায় করা হবে। মূল এক্সপ্রেসওয়ে উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত হলেও এই টোল কার্যকর হবে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত। আজ রোববার সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, চার ক্যাটাগরিতে (শ্রেণি) টোল আদায় হবে। ‘ক্যাটাগরি-১–এ কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা; ক্যাটাগরি-২–এ মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা; ক্যাটাগরি-৩–এ ট্রাক (৬ চাকার বেশি) ৪০০ টাকা; ক্যাটাগরি-৪–এ সব ধরনের বাস (১৬ সিট বা তার বেশি) ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানিয়েছিলেন আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার উত্তরা (কাওলা) থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করা হবে। র্যাম্পসহ এর মোট দৈর্ঘ্য ২২ দশমিক ৫ কিলোমিটার। এই অংশে মোট ১৫টি র্যাম্পের মধ্যে ১৩টি র্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। এতে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত যেতে সময় লাগবে ১০ মিনিট।
মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়েতে কোনো থ্রি হুইলার, মোটরসাইকেল, বাইসাইকেল ও পথচারী চলাচল করতে পারবে না।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্পগুলো উদ্বোধনের সময় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এ প্রকল্পগুলো নাগরিকদের প্রয়োজনীয় সুবিধা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত।

চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০ মিনিট আগে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২ ঘণ্টা আগে