
অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ সোমবার পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কাজে অংশ নেননি তাঁরা।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকেও অবস্থান নেন শিক্ষকেরা। একই সময়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা চললেও সেখানে অংশ নেননি শিক্ষক সমিতির নেতারা।
অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সর্বাত্মক কর্মবিরতি চলছে। আমাদের দাবির বিষয়ে আমরা একমত, আমরা দাবি থেকে সরব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্লাস-পরীক্ষা চলবে না। প্রত্যয় স্কিম নামের বৈষম্যমূলক স্কিম চালু করে শিক্ষকদের ভেতরে একদল লোক বৈষম্য সৃষ্টি করতে চায়। আমরা সেটা হতে দেব না।’
এ সময় আরও বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান মনিরা পারভীন প্রমুখ। অবস্থান কর্মসূচিতে শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এদিকে একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও। সকাল থেকে কোনো ধরনের অফিসে যাননি তাঁরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কক্ষগুলোতে সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবস হওয়ার কারণে আমরা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল-সমাবেশ করিনি। তবে আমাদের কেউ অফিস করেনি। সর্বাত্মক কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে