সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় বাসে আগুন দেওয়ার ঘটনায় নাশকতার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঢাকা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭) ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)। এই ঘটনায় গ্রেপ্তার আরও চার নেতা-কর্মীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন যুবদলের ওই দুই নেতা। এর আগে গ্রেপ্তারদের আদালতে পাঠায় ঢাকা জেলা পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ মিয়া।
রিমান্ডে আসা বাকি আসামিরা হলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২) ও ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন।
এ ছাড়া আজ সকালে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
পুলিশ সুপার জানান, ভিডিওতে শহিদুল ইসলাম, সুরুজ্জামান ও অপূর্ব চন্দ্র দাসকে স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে। ৫ আগস্ট তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে ৭ আগস্ট বাকি তিনজনকে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিকাশ পরিবহনের একটি বাস ভাঙচুর করে ও আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ৩২ জনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন। সেদিন ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি।
আসামিদের জিজ্ঞাসাবাদ করলে নাশকতার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘নাশকতার সঙ্গে আরও কারা জড়িত আছেন সে বিষয়ে তদন্ত চলছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

আশুলিয়ায় বাসে আগুন দেওয়ার ঘটনায় নাশকতার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঢাকা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭) ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)। এই ঘটনায় গ্রেপ্তার আরও চার নেতা-কর্মীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন যুবদলের ওই দুই নেতা। এর আগে গ্রেপ্তারদের আদালতে পাঠায় ঢাকা জেলা পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ মিয়া।
রিমান্ডে আসা বাকি আসামিরা হলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২) ও ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন।
এ ছাড়া আজ সকালে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
পুলিশ সুপার জানান, ভিডিওতে শহিদুল ইসলাম, সুরুজ্জামান ও অপূর্ব চন্দ্র দাসকে স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে। ৫ আগস্ট তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে ৭ আগস্ট বাকি তিনজনকে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিকাশ পরিবহনের একটি বাস ভাঙচুর করে ও আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ৩২ জনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন। সেদিন ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি।
আসামিদের জিজ্ঞাসাবাদ করলে নাশকতার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘নাশকতার সঙ্গে আরও কারা জড়িত আছেন সে বিষয়ে তদন্ত চলছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে