গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাময়িক বন্ধ রয়েছে ফেরি চলাচল। মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে সাত কিলোমিটারজুড়ে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন আটকে থাকা শত শত যানবাহনের যাত্রী ও চালকেরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত ১টার পরে অতিমাত্রায় কুয়াশার ঘনত্ব বাড়ায় নৌদুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
আজ বুধবার সকাল ৭টার দিকে দৌলতদিয়া প্রান্তে গিয়ে দেখা যায়, ফেরিঘাট এলাকায় সহস্রাধিক ঢাকামুখী গাড়ি নদী পাড়ি দিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় সাত কিলোমিটার লম্বা লাইনে অপেক্ষা করছে। শীত ও কুয়াশায় আটকে থাকা যানবাহনের যাত্রীরা গাড়িতেই বসে আছেন। অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের স্টলে ভিড় করছেন। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিঘাটের দিকে এগোচ্ছেন। ফেরিঘাটের সংযোগ সড়কসহ পন্টুনে কিছু গাড়ির সঙ্গে বেশ কিছু যাত্রী কখন ফেরি চালু হবে সেই অপেক্ষায় আছেন। অনেকেই ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে উঠে নদী পাড়ি দিচ্ছেন।
ইঞ্জিনচালিত ট্রলারে ওঠার সময় কথা হয় আব্দুর রহিমের সঙ্গে। তিনি বলেন, ‘ভাই, এখন আর কথা বলার সময় নাই। দ্রুত ট্রলারে উঠতে হবে। সকাল ৯টার মধ্যে ঢাকায় না যেতে পারলে চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে।’
যশোর থেকে মঙ্গলবার রাতে ঢাকার উদ্দেশে যাত্রা করেন সৌরভ খান। মঙ্গলবার মধ্যরাতে ফেরিঘাট থেকে প্রায় চার কিলোমিটার পেছনে আটকা পড়ে তাঁর গাড়ি। তাঁর গাড়িটি দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় পৌঁছানোর পর খোঁজ নিয়ে জানতে পারেন ফেরি বন্ধ রয়েছে। এরপর থেকে তিনিসহ অন্য সব যাত্রী বাসেই বসে আছেন। তিনি বলেন, ‘ঢাকায় জরুরি কাজ থাকায় রাতেই রওনা করেছি। কিন্তু ঘাটে এসে কুয়াশায় আটকে থাকতে হবে কে জানত? কখন কুয়াশা কাটবে আর কখন নদী পার হব তা জানা নেই। গাড়ি থেকে নেমে অন্য উপায়ে নদী পাড়ি দেওয়ার উপায় নেই। কারণ আমার সঙ্গে স্ত্রী-সন্তান রয়েছে।’
কুমারখালী থেকে মঙ্গলবার রাত ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে রোজিনা পরিবহন। রোজিনা পরিবহনের চালক মো. শাহিনুজ্জামান বলেন, রাত ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এসে সিরিয়ালে আটকা পড়েছি। সিরিয়াল ঠেলে রাত ২টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে আসামাত্রই জানতে পারি কুয়াশার কারণে ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই থেকে গাড়িতেই যাত্রীসহ বসে আছি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, রাত দেড়টা থেকে ঘন কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে আটটি ও পাটুরিয়ায় ছয়টি ফেরি নোঙর করে আছে। ফেরি বন্ধ ও স্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে। কুয়াশা কেটে গেলে যান পারাপার স্বাভাবিক হবে।

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাময়িক বন্ধ রয়েছে ফেরি চলাচল। মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে সাত কিলোমিটারজুড়ে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন আটকে থাকা শত শত যানবাহনের যাত্রী ও চালকেরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত ১টার পরে অতিমাত্রায় কুয়াশার ঘনত্ব বাড়ায় নৌদুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
আজ বুধবার সকাল ৭টার দিকে দৌলতদিয়া প্রান্তে গিয়ে দেখা যায়, ফেরিঘাট এলাকায় সহস্রাধিক ঢাকামুখী গাড়ি নদী পাড়ি দিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় সাত কিলোমিটার লম্বা লাইনে অপেক্ষা করছে। শীত ও কুয়াশায় আটকে থাকা যানবাহনের যাত্রীরা গাড়িতেই বসে আছেন। অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের স্টলে ভিড় করছেন। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিঘাটের দিকে এগোচ্ছেন। ফেরিঘাটের সংযোগ সড়কসহ পন্টুনে কিছু গাড়ির সঙ্গে বেশ কিছু যাত্রী কখন ফেরি চালু হবে সেই অপেক্ষায় আছেন। অনেকেই ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে উঠে নদী পাড়ি দিচ্ছেন।
ইঞ্জিনচালিত ট্রলারে ওঠার সময় কথা হয় আব্দুর রহিমের সঙ্গে। তিনি বলেন, ‘ভাই, এখন আর কথা বলার সময় নাই। দ্রুত ট্রলারে উঠতে হবে। সকাল ৯টার মধ্যে ঢাকায় না যেতে পারলে চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে।’
যশোর থেকে মঙ্গলবার রাতে ঢাকার উদ্দেশে যাত্রা করেন সৌরভ খান। মঙ্গলবার মধ্যরাতে ফেরিঘাট থেকে প্রায় চার কিলোমিটার পেছনে আটকা পড়ে তাঁর গাড়ি। তাঁর গাড়িটি দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় পৌঁছানোর পর খোঁজ নিয়ে জানতে পারেন ফেরি বন্ধ রয়েছে। এরপর থেকে তিনিসহ অন্য সব যাত্রী বাসেই বসে আছেন। তিনি বলেন, ‘ঢাকায় জরুরি কাজ থাকায় রাতেই রওনা করেছি। কিন্তু ঘাটে এসে কুয়াশায় আটকে থাকতে হবে কে জানত? কখন কুয়াশা কাটবে আর কখন নদী পার হব তা জানা নেই। গাড়ি থেকে নেমে অন্য উপায়ে নদী পাড়ি দেওয়ার উপায় নেই। কারণ আমার সঙ্গে স্ত্রী-সন্তান রয়েছে।’
কুমারখালী থেকে মঙ্গলবার রাত ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে রোজিনা পরিবহন। রোজিনা পরিবহনের চালক মো. শাহিনুজ্জামান বলেন, রাত ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এসে সিরিয়ালে আটকা পড়েছি। সিরিয়াল ঠেলে রাত ২টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে আসামাত্রই জানতে পারি কুয়াশার কারণে ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই থেকে গাড়িতেই যাত্রীসহ বসে আছি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, রাত দেড়টা থেকে ঘন কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে আটটি ও পাটুরিয়ায় ছয়টি ফেরি নোঙর করে আছে। ফেরি বন্ধ ও স্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে। কুয়াশা কেটে গেলে যান পারাপার স্বাভাবিক হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে