
গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর মাথা ও কপালে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশে রয়েছে প্রচুর রক্ত বয়ে যাওয়ার ছাপ।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের কাপাসিয়া-শ্রীপুর সড়কের পাশে নবছুট এলাকার গভীর গজারি বনের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় কৃষক হাবিবুল্লাহ বলেন, ‘আজ সকাল ৯টার দিকে আমাদের গ্রামের কয়েকজন কৃষক জমিতে ধান রোপণ করতে যাচ্ছিলেন। পথে গভীর গজারি বনের ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।’
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন বলেন, ‘যেখানে মরদেহ পাওয়া গেছে, সেই জায়গাটি বেশ নির্জন। আজ রোববার সকালে স্থানীয় কৃষকেরা ধানখেতে কাজ করতে গেলে সেখানে লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আমি শ্রীপুর থানার পুলিশকে অবহিত করি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, নিহত যুবক কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকটি তালার চাবি রয়েছে। তবে তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে। ধারালো অস্ত্রের পাশাপাশি ভোঁতা কোনো লোহার টুকরো দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।
কালিয়াকৈর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর মাথা ও কপালে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশে রয়েছে প্রচুর রক্ত বয়ে যাওয়ার ছাপ।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের কাপাসিয়া-শ্রীপুর সড়কের পাশে নবছুট এলাকার গভীর গজারি বনের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় কৃষক হাবিবুল্লাহ বলেন, ‘আজ সকাল ৯টার দিকে আমাদের গ্রামের কয়েকজন কৃষক জমিতে ধান রোপণ করতে যাচ্ছিলেন। পথে গভীর গজারি বনের ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।’
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন বলেন, ‘যেখানে মরদেহ পাওয়া গেছে, সেই জায়গাটি বেশ নির্জন। আজ রোববার সকালে স্থানীয় কৃষকেরা ধানখেতে কাজ করতে গেলে সেখানে লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আমি শ্রীপুর থানার পুলিশকে অবহিত করি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, নিহত যুবক কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকটি তালার চাবি রয়েছে। তবে তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে। ধারালো অস্ত্রের পাশাপাশি ভোঁতা কোনো লোহার টুকরো দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।
কালিয়াকৈর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে