নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে ৯ তলা থেকে পড়ে এক রোগী নিহত হয়েছেন। ঘটনার দুই দিন পর আজ শনিবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. কালাম বেপারী। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। তিনি পাকস্থলী ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে গত ২৯ আগস্ট ভর্তি হয়েছিলেন।
এই ঘটনায় নিহতের ছেলে রিয়াদ বেপারী বাদী হয়ে বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলার বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
চিকিৎসা করাতে এসে বাবা হারিয়ে নির্বাক রিয়াদ বেপারী জানান, আমার বাবা গ্রামে রিকশা চালাতেন। অনেক কষ্টে তাঁর চিকিৎসায় দুই লাখ টাকা খরচ করেছি। প্রায় ৬ মাস আগে তাঁর বাবার পাকস্থলীতে ক্যানসার শনাক্ত হয়। গত ২৯ আগস্ট হাসপাতালের ডাক্তার তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ১৮ সেপ্টেম্বর তাঁর পাকস্থলীতে অস্ত্রোপচার করার দিন ঠিক হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাবাকে হাসপাতালে রেখে তিনি বরিশাল যান। আজ শনিবার সকালে ফিরে এসে হাসপাতালের বিছানায় বাবাকে পাইনি। আশপাশের শয্যার রোগীরা জানান, গত বৃহস্পতিবার সকালে তিনি বাইরে গিয়েছিলেন। এর পর আর ফিরে আসেননি।
হাসপাতালে বাবাকে না পেয়ে রিয়াদ বেপারি পুলিশের সহায়তা চান। পরে পুলিশ এসে হাসপাতালের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিটে তিনি নিচে নামার জন্য ৯ তলায় লিফটের বোতামে চাপ দেন। লিফট আসার পর দরজা খুলে যাওয়ায় লিফটে ওঠার জন্য পা বাড়ালে নিচে পড়ে যান তিনি। এই ফুটেজ দেখার পর রিয়াদ বেপারী নিচে গিয়ে লিফটের গর্তে তার বাবার মরদেহ শনাক্ত করেন।
এই ঘটনায় রিয়াদ বলেন, ‘আমার বাবার মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। আমি এর বিচার চাই।’
তবে রিয়াদের অভিযোগ তার বাবাকে না পেয়ে হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তার (রিয়াদের) বাবা পালিয়ে গেছেন।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক স্বপন বলেন, ‘হয়তো লিফটে কিছু টেকনিক্যাল ত্রুটি আছে। এটা লিফটের টেকনিশিয়ানরা বলতে পারবেন।’ রোগী পালিয়ে গেছেন—নিহতের ছেলেকে এমন কথা বলার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘রোগীর ছেলেকে বলিনি তিনি পালিয়েছেন। আমরা খোঁজ নিতে বলেছিলাম।’
অন্যান্য খবর পড়ুন:

রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে ৯ তলা থেকে পড়ে এক রোগী নিহত হয়েছেন। ঘটনার দুই দিন পর আজ শনিবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. কালাম বেপারী। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। তিনি পাকস্থলী ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে গত ২৯ আগস্ট ভর্তি হয়েছিলেন।
এই ঘটনায় নিহতের ছেলে রিয়াদ বেপারী বাদী হয়ে বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলার বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
চিকিৎসা করাতে এসে বাবা হারিয়ে নির্বাক রিয়াদ বেপারী জানান, আমার বাবা গ্রামে রিকশা চালাতেন। অনেক কষ্টে তাঁর চিকিৎসায় দুই লাখ টাকা খরচ করেছি। প্রায় ৬ মাস আগে তাঁর বাবার পাকস্থলীতে ক্যানসার শনাক্ত হয়। গত ২৯ আগস্ট হাসপাতালের ডাক্তার তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ১৮ সেপ্টেম্বর তাঁর পাকস্থলীতে অস্ত্রোপচার করার দিন ঠিক হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাবাকে হাসপাতালে রেখে তিনি বরিশাল যান। আজ শনিবার সকালে ফিরে এসে হাসপাতালের বিছানায় বাবাকে পাইনি। আশপাশের শয্যার রোগীরা জানান, গত বৃহস্পতিবার সকালে তিনি বাইরে গিয়েছিলেন। এর পর আর ফিরে আসেননি।
হাসপাতালে বাবাকে না পেয়ে রিয়াদ বেপারি পুলিশের সহায়তা চান। পরে পুলিশ এসে হাসপাতালের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিটে তিনি নিচে নামার জন্য ৯ তলায় লিফটের বোতামে চাপ দেন। লিফট আসার পর দরজা খুলে যাওয়ায় লিফটে ওঠার জন্য পা বাড়ালে নিচে পড়ে যান তিনি। এই ফুটেজ দেখার পর রিয়াদ বেপারী নিচে গিয়ে লিফটের গর্তে তার বাবার মরদেহ শনাক্ত করেন।
এই ঘটনায় রিয়াদ বলেন, ‘আমার বাবার মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। আমি এর বিচার চাই।’
তবে রিয়াদের অভিযোগ তার বাবাকে না পেয়ে হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তার (রিয়াদের) বাবা পালিয়ে গেছেন।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক স্বপন বলেন, ‘হয়তো লিফটে কিছু টেকনিক্যাল ত্রুটি আছে। এটা লিফটের টেকনিশিয়ানরা বলতে পারবেন।’ রোগী পালিয়ে গেছেন—নিহতের ছেলেকে এমন কথা বলার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘রোগীর ছেলেকে বলিনি তিনি পালিয়েছেন। আমরা খোঁজ নিতে বলেছিলাম।’
অন্যান্য খবর পড়ুন:

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে