Ajker Patrika

যাত্রাবাড়ীতে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা

যাত্রাবাড়ীতে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা

অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি করায় রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর আবুল খায়ের ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় ওই প্রতিষ্ঠানের তেল জব্দ ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে। 

অভিযানে নেতৃত্ব দেওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, প্রতিষ্ঠানটি সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার কারণে এটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ৬০ ব্যারেল তেল জব্দ করা হয়েছে। অন্যদিকে এর মালিককে বাণিজ্য মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। সবাই বসে জব্দ করা তেলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের পরিচালক মো. শাহরিয়ার। 

এদিকে আবুল খায়ের ট্রেডার্সের মালিক আবুল খায়ের অভিযোগ করে বলেন, ‘সরকার তেলের দাম নির্ধারণ করে দিয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা সিটি গ্রুপ থেকে ১৭২ টাকা কেজি দরে তেল কিনে আনি এবং কেজিতে ৫০ পয়সা বা ১ টাকা লাভে বিক্রি করে থাকি। অন্যদিকে তেল বিক্রেতা সিটি গ্রুপ কোনো মানি রিসিটও দেয় না। মিলাররা সঠিক দামে বিক্রি করলে আমরাও বিক্রি করতে পারব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত