রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পরীক্ষায় ফেল করায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগরে এ ঘটনায় ঘটে।
নিহত সাদিয়া আক্তার উপজেলার সাধুনগর গ্রামের জাহিরের বাড়ির কৃষক সোহরাফ মিয়ার মেয়ে। এবারের এসএসসি পরীক্ষায় সে আলহাজ বজলুল হক জে এম উচ্চ বিদ্যালয় (জয়নগর) থেকে মানবিক বিভাগে অংশ নেয়। এতে ইংরেজি দ্বিতীয় ও গণিত বিষয়ে কম নম্বর পেয়ে অকৃতকার্য হন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে কান্নাকাটি করতে দেখে প্রতিবেশী ও স্বজনেরা সান্ত্বনা দেন। এক সময় বড় বোনের সঙ্গে মোবাইলে কথা বলে মন খারাপের বিষয়টি জানায় সাদিয়া। পরে বোনকে সান্ত্বনা দিতে আজ মঙ্গলবার বাড়ি আসেন তাঁর বোন। দুপুরে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। পরে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের চাচাতো ভাই জুয়েল মিয়া বলেন, ‘গতকাল পরীক্ষায় অকৃতকার্য হয় সে। এ নিয়ে মন খারাপ করে কান্নাকাটি করে। তার বাবা কাজে জন্য বাড়ির বাইরে ছিল। ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় একা ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে।’
সাদিয়ার বান্ধবী লিজা বলে, ‘পরীক্ষায় ফেল করার পর থেকে রাত পর্যন্ত কান্নাকাটি করে সাদিয়া। আমিসহ বাড়ির সকলে বোর্ডে পুনরায় যাচাইয়ের জন্য আবেদনসহ তাকে শত রার সান্ত্বনা দেই। মঙ্গলবার বিকেলে অনলাইনে পুনঃ যাচাইয়ের আবেদনের কথা ছিল। দুপুরে শুনলাম এই ঘটনা।’
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. আল আমিন হোসাইন বলেন, ‘ওই শিক্ষার্থীর আত্মহত্যা খুবই দুঃখ জনক ঘটনা। পরীক্ষায় ফেল করা যেন শেষ কথা নয়। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকুন।’
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নরসিংদীর রায়পুরায় পরীক্ষায় ফেল করায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগরে এ ঘটনায় ঘটে।
নিহত সাদিয়া আক্তার উপজেলার সাধুনগর গ্রামের জাহিরের বাড়ির কৃষক সোহরাফ মিয়ার মেয়ে। এবারের এসএসসি পরীক্ষায় সে আলহাজ বজলুল হক জে এম উচ্চ বিদ্যালয় (জয়নগর) থেকে মানবিক বিভাগে অংশ নেয়। এতে ইংরেজি দ্বিতীয় ও গণিত বিষয়ে কম নম্বর পেয়ে অকৃতকার্য হন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে কান্নাকাটি করতে দেখে প্রতিবেশী ও স্বজনেরা সান্ত্বনা দেন। এক সময় বড় বোনের সঙ্গে মোবাইলে কথা বলে মন খারাপের বিষয়টি জানায় সাদিয়া। পরে বোনকে সান্ত্বনা দিতে আজ মঙ্গলবার বাড়ি আসেন তাঁর বোন। দুপুরে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। পরে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের চাচাতো ভাই জুয়েল মিয়া বলেন, ‘গতকাল পরীক্ষায় অকৃতকার্য হয় সে। এ নিয়ে মন খারাপ করে কান্নাকাটি করে। তার বাবা কাজে জন্য বাড়ির বাইরে ছিল। ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় একা ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে।’
সাদিয়ার বান্ধবী লিজা বলে, ‘পরীক্ষায় ফেল করার পর থেকে রাত পর্যন্ত কান্নাকাটি করে সাদিয়া। আমিসহ বাড়ির সকলে বোর্ডে পুনরায় যাচাইয়ের জন্য আবেদনসহ তাকে শত রার সান্ত্বনা দেই। মঙ্গলবার বিকেলে অনলাইনে পুনঃ যাচাইয়ের আবেদনের কথা ছিল। দুপুরে শুনলাম এই ঘটনা।’
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. আল আমিন হোসাইন বলেন, ‘ওই শিক্ষার্থীর আত্মহত্যা খুবই দুঃখ জনক ঘটনা। পরীক্ষায় ফেল করা যেন শেষ কথা নয়। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকুন।’
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে