ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছেন তাঁর বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় বুয়েট অডিটোরিয়ামের সামনে আবরার ফাহাদের স্মরণে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশটির আয়োজন করেন তাঁরা।
সাংস্কৃতিক সমাবেশের শুরুতে ২০১৯ সালের ৬ অক্টোবর রাত থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ও অনুষ্ঠানের সঞ্চালক রাফিয়া রিজওয়ানা।
রাফিয়া রিজওয়ানা বলেন, `অন্যায়ের প্রতিবাদী আবরার ফাহাদের একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে তাঁঁকে রুমে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে সারা রাত ধরে অকথ্য নির্যাতন করেন ছাত্রলীগের বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থীরা। বিভিন্ন কারণে তাঁর মামলা দীর্ঘসূত্রতা পেয়েছে। মামলা পুনরায় শুরু হলেও এখনো তিন আসামি পলাতক আছে। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই। দুটি বছর অতিক্রান্ত হয়ে গেছে, বিচারের অপেক্ষায় আবরার ফাহাদের মা এখনো চেয়ে আছেন। আমরাও আছি তাঁর হত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে বুয়েটকে দেখব বলে।'
সাংস্কৃতিক সমাবেশের অংশ হিসেবে প্রতিবাদী কবিতা, গান, নাটক ও বারোয়ারি বিতর্ক পরিবেশন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কালো ব্যজ পরিধান করে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া ‘আলোর পথযাত্রী’ নামক একটি নাটক পরিবেশনের মধ্য দিয়ে সেদিন রাতের ভয়াবহ ঘটনা ও বর্তমান অবস্থা তুলে ধরেন বুয়েটের শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে দুপুর ১টার সময় বুয়েটের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া আবরার স্মরণে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আজ বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে খাবার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যা ৭টায় অনলাইন আলোচনাসভার আয়োজন করেছে।
আলোচনাসভায় বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিরা অংশগ্রহণ করবেন বলে জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই বাংলা হলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মতামত জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের হাতে শেরেবাংলা হলের টর্চার সেল নামে পরিচিত ২০১১ নম্বর রুমে সারা রাত নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যান মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ।

ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছেন তাঁর বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় বুয়েট অডিটোরিয়ামের সামনে আবরার ফাহাদের স্মরণে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশটির আয়োজন করেন তাঁরা।
সাংস্কৃতিক সমাবেশের শুরুতে ২০১৯ সালের ৬ অক্টোবর রাত থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ও অনুষ্ঠানের সঞ্চালক রাফিয়া রিজওয়ানা।
রাফিয়া রিজওয়ানা বলেন, `অন্যায়ের প্রতিবাদী আবরার ফাহাদের একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে তাঁঁকে রুমে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে সারা রাত ধরে অকথ্য নির্যাতন করেন ছাত্রলীগের বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থীরা। বিভিন্ন কারণে তাঁর মামলা দীর্ঘসূত্রতা পেয়েছে। মামলা পুনরায় শুরু হলেও এখনো তিন আসামি পলাতক আছে। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই। দুটি বছর অতিক্রান্ত হয়ে গেছে, বিচারের অপেক্ষায় আবরার ফাহাদের মা এখনো চেয়ে আছেন। আমরাও আছি তাঁর হত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে বুয়েটকে দেখব বলে।'
সাংস্কৃতিক সমাবেশের অংশ হিসেবে প্রতিবাদী কবিতা, গান, নাটক ও বারোয়ারি বিতর্ক পরিবেশন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কালো ব্যজ পরিধান করে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া ‘আলোর পথযাত্রী’ নামক একটি নাটক পরিবেশনের মধ্য দিয়ে সেদিন রাতের ভয়াবহ ঘটনা ও বর্তমান অবস্থা তুলে ধরেন বুয়েটের শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে দুপুর ১টার সময় বুয়েটের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া আবরার স্মরণে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আজ বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে খাবার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যা ৭টায় অনলাইন আলোচনাসভার আয়োজন করেছে।
আলোচনাসভায় বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিরা অংশগ্রহণ করবেন বলে জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই বাংলা হলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মতামত জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের হাতে শেরেবাংলা হলের টর্চার সেল নামে পরিচিত ২০১১ নম্বর রুমে সারা রাত নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যান মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে