
বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তর জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১টা ৩৪ মিনিটে খুতবা শুরু হয়ে শেষ হয় ১টা ৪৬ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি।
এ তথ্য জানিয়ে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘জুমার নামাজ শেষ হয়েছে। ধারাবাহিকভাবে বয়ান চলবে। আজও অনেক মুসল্লি ময়দানে আসছেন। ইজতেমায় ৫৪ দেশের ৬ হাজার ১২৬ জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন।’
ময়দানের লোক ছাড়াও গাজীপুর ও আশপাশের লাখো মানুষ জুমার নামাজে অংশ নেন। ইজতেমা ময়দান, আশপাশের সড়ক ও ভবনের ছাদে মানুষকে নামাজে অংশ নিতে দেখা যায়। এ সময় ময়দানের আশপাশের শাখা সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর থেকে চেরাগ আলী এলাকায় সড়কে নামাজ আদায় করেন লাখো মুসল্লি।
জুমার নামাজের আগে বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ। বাদ জোহর বয়ান করেন আরবের শেখ মোফল। তাঁর বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। বাদ আসর বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিব বাদ বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভি। তাঁর বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।
উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৮ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৮ মিনিট আগে