
গাড়ির এসি কম্প্রেসারের মধ্যে কৌশলে ইয়াবার চালান পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ ডেইলীপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৩০) ও ঢাকার কদমতলীর পূর্ব জুরাইন এলাকার মিজানুর রহমান (৩০)। তাঁরা দুজনে ঢাকা থেকে ভাঙ্গায় এসেছিলেন। এর মধ্যে মোহাম্মাদ ইউনুসের হাতে থাকা একটি ব্যাগের মধ্যে গাড়ির ওই যন্ত্রের ভেতরে কৌশলে ইয়াবা লুকিয়ে রাখা ছিল।
এ ছাড়া একই দিন অপর একটি অভিযানে ভাঙ্গার পশ্চিম পাতরাইল গ্রামে অভিযান চালিয়ে করম আলী খালাসী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক কো হয়। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা শামীম হোসেন বলেন, মাদক কারবারিদের এই চক্র বেশ কিছুদিন ধরে গাড়ির পুরোনো যন্ত্রাংশের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা বহন করে আসছে। কক্সবাজার থেকে কুরিয়ারে ইয়াবা লুকানো গাড়ির যন্ত্রাংশ আসে ঢাকায়, তারপর সেটি গ্রহণ করে চক্রের সদস্যরা। শেষে ঢাকা থেকে সড়কপথে বহন করে নিয়ে আসে এই ইয়াবার চালান।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। আসামিদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে